রিশাদের বোলিংয়ে মুগ্ধ কার্তিক

গ্রুপ পর্বে বাংলাদেশের সাফল্যের অন্যতম কারিগর লেগ স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্সে মুগ্ধ ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক।
Dinesh Karthik and Rishad Hossain

গ্রুপ পর্বে বাংলাদেশের সাফল্যের অন্যতম কারিগর লেগ স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্সে মুগ্ধ ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। তিনি মনে করেন রিশাদের মাধ্যমে দারুণ এক পারফর্মার খুঁজে পেয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মোড় ঘোরানো স্পেলে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রিশাদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে ৩২ রানে পান ১ উইকেট। নেদারল্যান্ডসের বিপক্ষেও তার স্পেল ছিলো মোড় ঘোরানো। ৩৩ রানে নেন ৩ উইকেট। নেপালের বিপক্ষে উইকেট না পেলেও মাত্র ১৫ রান দেন ৪ ওভারে।

৪ ম্যাচে ৭ উইকেট নেওয়া রিশাদ গুরুত্বপূর্ণ দুই ম্যাচেই দলের সবচেয়ে প্রভাব বিস্তারকারী বোলার। তাকে তাই বেশ মনে ধরেছে কার্তিকের।

ক্রিকবাজের গ্রুপ পর্বের রিভিউতে বিভিন্ন দল নিয়ে আলোচনায় উঠে এই প্রসঙ্গ। 'ডি' গ্রুপে অংশ নেওয়া সব দলের ক্রিকেটারদের মধ্যেই সেরা পারফর্মার বাছতে গিয়ে বাংলাদেশের রিশাদকে নির্বাচন করেন সাবেক ভারতীয় ক্রিকেটার,  'আমার পছন্দ হবে একটু ভিন্ন রকমের। এটা হচ্ছে রিশাদ হোসেন। সে যেভাবে বল করেছে তাতে আমি ভীষণ মুগ্ধ। উইকেট থেকে ছোবল আদায় করে নিয়েছে। সে হয়ত খুব বেশি উইকেট নেয়নি, কিন্তু সে দেখিয়েছে সে অনেক খুবই ভালো প্রতিভা'

লেগ স্পিনার নিয়ে বরাবরই একটা হাহাকার ছিলো বাংলাদেশের। রিশাদ সেক্ষেত্রে এসেছেন বেশ ব্যতিক্রম হয়ে। কার্তিক মনে করেন রিশাদের মাধ্যমে দারুণ এক পারফর্মার খুঁজে পেয়ে গেছে বাংলাদেশ,  'আপনি বাংলাদেশ থেকে রিষ্ট স্পিনার বেরিয়ে আসতে খুব একটা দেখবেন না। আমার মনে হয় রিশাদের মাঝে তারা একটা দুর্দান্ত কিছু খুঁজে পেয়েছে।' 

Comments

The Daily Star  | English

World Bank to provide $300m for clean air project: Rizwana

This initiative aims to strengthen air quality management and reduce emissions from key sectors

44m ago