রিয়াল মাদ্রিদে লুকা মদ্রিচের অধ্যায়ের সমাপ্তি

৫৯৭টি ম্যাচ, ২৮টি ট্রফি এবং ১৩ বছর পর, ৩৯ বছর বয়সী ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদের হয়ে তার শেষ ম্যাচটি খেলে ফেললেন। যদিও বুধবার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় বিদায়টা হলো ভুলে যাওয়ার মতন। কিন্তু স্প্যানিশ এই জায়ান্টদের হয়ে মদ্রিচের আলো ঝলমলে ক্যারিয়ার কখনোই ভোলা যাবে না।
পিএসজির কাছে ৪-০ গোলে হেরে রিয়ালের বিদায়ের পর মদ্রিচের সমাপ্তিও হয়ে যায়। এরপর প্রতিক্রিয়ায় জাবি আলোনসো বলেছেন, 'তার জন্য এটা একটা তিক্ত সমাপ্তি, তবে তিনি ফুটবলের একজন কিংবদন্তি এবং রিয়াল মাদ্রিদ তাকে চিরকাল মনে রাখবে।'
২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগদানের পর ২০১৮ সালের ব্যালন ডি'অর জয়ী এই তারকার রিয়ালের হয়ে জেতা ট্রফিগুলোর মধ্যে রয়েছে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ এবং চারটি ঘরোয়া শিরোপা।
নিজের বিদায়ের ঘোষণা আসার পর ইনস্টাগ্রামে মদ্রিচ বলেন, 'সেই মুহূর্তটি এসে গেছে। যে মুহূর্তটি আমি কখনোই আসতে চাইনি, কিন্তু এটাই ফুটবল, এবং জীবনে সবকিছুরই একটা শুরু ও শেষ আছে।'
তিনি আরও বলেন, 'আমি ২০১২ সালে বিশ্বের সেরা দলের জার্সি পরার আশা নিয়ে এবং দুর্দান্ত কিছু করার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম, কিন্তু এরপর কী আসবে তা আমি কল্পনাও করতে পারিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলাটা ফুটবলার এবং ব্যক্তি হিসেবে আমার জীবনকে বদলে দিয়েছে। ইতিহাসের সেরা ক্লাবের অন্যতম সফল একটি অধ্যায়ের অংশ হতে পেরে আমি গর্বিত।'
রিয়ালকে বিদায় বলে ইতালিতে পাড়ি জমাচ্ছেন মদ্রিচ। সেখানে এসি মিলানের হয়ে আসন্ন মৌসুম খেলবেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকা এই মিডফিল্ডার। এবারের মৌসুমে বেশিরভাগ ম্যাচে বদলি হিসেবে নেমেছেন মদ্রিচ। স্প্যানিশ শীর্ষ লিগে ৩৪ ম্যাচে দুটি গোল এবং ছয়টি অ্যাসিস্ট করেছেন। হতাশার মৌসুমে বার্সেলোনার কাছে শিরোপা খুইয়েছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের পর ক্লাব বিশ্বকাপেও খালি থাকে থাকল তারা।
মদ্রিচ গত বছর এক বছরের চুক্তি নবায়ন করেছিলেন, যা ক্লাব বিশ্বকাপেই শেষ হয়েছে। বুধবার রক্ষণের ভুলে ৯ মিনিটে দুই গোল খেয়ে পিছিয়ে পড়া রিয়াল আর ম্যাচে ফিরতে পারেনি। পরে হজম করে আরও দুই গোল।
Comments