১০ নম্বরে এখন এমবাপে, ৯ নম্বরে কে?

রিয়াল মাদ্রিদের স্কোয়াড তালিকায় এখন কিলিয়ান এমবাপের পাশে লেখা ১০ নম্বর। ক্লাবের ওয়েবসাইটে ইতোমধ্যেই ফরাসি সুপারস্টারের জার্সি নম্বর আপডেট করে দেওয়া হয়েছে। এক সপ্তাহ আগেই এমবাপে নিজেই 'এক্স' প্রোফাইলে তার নতুন নম্বরের ঘোষণা দিয়েছিলেন। এবার সেটা আনুষ্ঠানিক। এখন ৯ নম্বর জার্সি খালি পড়ে আছে, নতুন কোনো তারকার আগমনের অপেক্ষায়।

এই বুধবার থেকেই রিয়াল মাদ্রিদ শুরু করতে যাচ্ছে এমবাপের ১০ নম্বর জার্সি বিক্রি। সাধারণ সংস্করণের দাম ১২৫ ইউরো, আর প্রো সংস্করণটির মূল্য ১৭৫ ইউরো। বার্নাব্যু স্টোর প্রস্তুত হচ্ছে ভক্তদের ঢল সামাল দেওয়ার জন্য, কারণ ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতীকী নম্বরটি এবার এমবাপের গায়ে। ক্লাবের হয়ে এটিই হতে যাচ্ছে তার প্রথম বড় বিপণন পরীক্ষা।

৯ নম্বর পরে অবশ্য এমবাপে খুব একটা খারাপ করেননি। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমেই জিতেছেন পিচিচি ট্রফি ও গোল্ডেন বুট। তবে লুকা মদ্রিচ বিদায় নেওয়ার পর থেকেই ১০ নম্বরটি অনানুষ্ঠানিকভাবে এমবাপের দিকেই ইঙ্গিত করছিল। এটাই তো সেই জার্সি, যেটা পরে ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি।

এখন ৯ নম্বর শূন্য, উত্তরাধিকারীর খোঁজে। আর্জেন্টিনার মাস্তানতুয়োনো, ব্রাজিলের গঞ্জালো বা এন্দ্রিক—এই তিন তরুণের মধ্যে কেউ হয়তো পাবে সেই জায়গা।

তুলনাটা উঠেই আসে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে। রিয়াল মাদ্রিদে তার প্রথম মৌসুমেই ৯ নম্বর পরে বিক্রি হয়েছিল ১০ লক্ষেরও বেশি জার্সি—দিনপ্রতি প্রায় ৩,৩০০টি! আগে থেকেই দূরদর্শী রোনালদো নিজের দেশে 'সিআরনাইন' নামে ট্রেডমার্কও করে রেখেছিলেন। এখন সেই বিপণন ভার তুলে নিয়েছেন এমবাপে, ১০ নম্বর গায়ে।

বার্নাব্যুতে পা রাখার আগেই রোনালদো ছিলেন বিশ্বব্যাপী বিপণনযোগ্য এক প্রতীক। তার ৯ ও পরে ৭ নম্বর জার্সি এক দশক ধরে রিয়াল মাদ্রিদের জার্সি বিক্রির প্রায় ৪০% এনে দিয়েছে বলে ধারণা করা হয়। এবার এমবাপেকে ঘিরেই আবার শুরু হচ্ছে সেই বিপণন ঝড়। ১০ নম্বর আর শুধু একটি সংখ্যা নয়—এটি এক দারুণ ব্র্যান্ডিং সুযোগ, যার সূচনা হচ্ছে এই বুধবার থেকে।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

1h ago