কোপার ফাইনালে নেই লেভানদোভস্কি, নেই চ্যাম্পিয়ন্স লিগেও!

চলতি মৌসুমে ট্রেবল জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে বার্সেলোনার। কিন্তু মৌসুমের ক্রান্তিলগ্নে এসে বড়সড় ধাক্কা খেয়েছে দলটি। কোপা দেল রে'র ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলের অন্যতম সেরা তারকা রবার্ট লেভানদোভস্কিকে পাচ্ছে দলটি। এমনকি অলৌকিক কিছু না হলে মিস করবেন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালও!
সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ শেষেই জানা গিয়েছিল চোট বেশ গুরুতর লেভানদোভস্কির। রোববার তার পেশির চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। এক মেডিকেল বিবৃতিতে তারা জানিয়েছে, পোলিশ ফরোয়ার্ড বাঁ পায়ের উরুর সেমিটেন্ডিনোসাস পেশিতে আঘাত পেয়েছেন। তবে তিনি ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে কিছু জানায়নি ক্লাবটি।
তবে ক্লাবটি জানিয়েছে, লেভানদোভস্কির শারীরিক অগ্রগতি অনুযায়ী নির্ধারিত হবে তার পরবর্তী কোন ম্যাচে পাওয়া যাবে তাকে। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর খবরে বলা হয়েছে, সবকিছু বিবেচনায় আগামী ২৬ এপ্রিল শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে ফাইনালে খেলার মতো অবস্থায় থাকবেন না এই ফরোয়ার্ড।
একই সঙ্গে সংবাদে আরও বলা হয়েছে, অলৌকিক কিছু না ঘটলে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালেও পাওয়া যাবে না লেভাদোভস্কিকে। ধারণা করা হচ্ছে, অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই পোলিশ ফরোয়ার্ডকে। আগামী ১১ মে লা লিগার 'এল ক্লাসিকো' ম্যাচে তাকে পাওয়ার আশা করছে ক্লাবটি।
শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ৭৬তম মিনিটে হঠাৎ করেই বাঁ উরু চেপে ধরেন লেভানদোভস্কি এবং পরিবর্তনের জন্য বেঞ্চের দিকে ইঙ্গিত দেন। প্রাথমিক স্ক্যানেই তার চোট গুরুতর বলেই আভাস পাওয়া গিয়েছিল, আর রোববারের মেডিকেল পরীক্ষায় তা নিশ্চিত হয়েছে।
লেভানদোভস্কির অনুপস্থিতি বড় ভোগান্তিতে ফেলতে পারে বার্সেলোনাকে, কারণ তিনি দলের প্রধান গোলদাতা। চলতি মৌসুমে ৪৮ ম্যাচ খেলে এরমধ্যেই করে ফেলেছেন ৪০টি গোল। সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট। লা লিগায় ২৫টি গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে ১১টি গোল করেছেন তিনি।
যদিও লেভানদোভস্কির অনুপস্থিতিতে কাতালান ক্লাবটি ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা জিততে পারে। তাকে ছাড়াই তিনটি ম্যাচে বড় জয় পেয়েছে বার্সা: লা লিগায় মায়োর্কার মাঠে ৫-১, কোপা দেল রের শেষ ষোলোতে বেটিসকে ৫-০ এবং কোয়ার্টার-ফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-১ গোলে।
Comments