‘পরিবারের হয়ে উঠতে পারাই সাফল্যের মূল চাবিকাঠি’, বললেন বার্সা কোচ

Hansi Flick

দীর্ঘ এবং কঠিন একটা মৌসুমের পর অবশেষে লা লিগার শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। দুই ম্যাচ বাকি থাকতেই গত রাতে এসপানিওলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এই সাফল্যের কেন্দ্রে ছিলেন কোচ হানসি ফ্লিক, যার শান্ত অথচ দৃঢ় নেতৃত্ব দলকে এই সোনালী মুহূর্ত এনে দিয়েছে। প্রশান্তির হাসি নিয়ে শিরোপা জেতার পর ফ্লিক ঐক্যবদ্ধ থাকার জয়গান গাইলেন।

গত রোববার রিয়াল মাদ্রিদকে হারানোর পরই শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো। বৃহস্পতিবার রাতে এসপানিওলের মাঠে ২-০ গোলে জেতে বার্সা অনেকটা আনুষ্ঠানিকতাই সারে।

ট্রফি নিশ্চিতের পর গণমাধ্যমের সামনের এসে ফ্লিক বললেন, 'আজকের এই দিনটা শুধু একটা ট্রফি জেতার দিন নয়। এটা প্রমাণ করার দিন যে আমরা এক সঙ্গে লড়তে জানি, আমরা বিশ্বাস রাখতে জানি এবং আমরা আমাদের লক্ষ্যের দিকে অবিচল থাকতে পারি।'

মৌসুম জুড়ে কোচিং মুন্সিয়ানা দেখান ফ্লিক। বার্সেলোনার দুঃসময় কাটানোর কাণ্ডারি বলা হচ্ছে তাকে। তবে একা বাহবা নিতে চাইছেন না তিনি, 'এই জয়টা শুধু আমার একার নয়, এটা এই ক্লাবের প্রতিটি সদস্যের—যারা মাঠে নিজেদের উজাড় করে দিয়েছে, যারা মাঠের বাইরে থেকে সমর্থন জুগিয়ে গেছে এবং অবশ্যই সেই সকল সমর্থকদের যারা সবসময় আমাদের পাশে ছিলেন।'

ফ্লিকের চোখ চকচক করছিল। তিনি থামলেন, যেন নিজের আবেগ ধরে রাখার চেষ্টা করছেন। তারপর আবার বললেন, 'আমি যখন বার্সেলোনায় আসি, তখন অনেকেই অনেক কথা বলেছিলেন। অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু আমি জানতাম, এই দলের মধ্যে প্রতিভা আছে, জেতার খিদে আছে। শুধু দরকার ছিল সঠিক পথে চালিত করা এবং বিশ্বাস স্থাপন করা।'

তিনি একে একে কয়েকজন খেলোয়াড়ের নাম উল্লেখ করলেন, তাদের বিশেষ মুহূর্তগুলোর কথা বললেন এবং তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানালেন। তরুণ লামিন ইয়ামাল থেকে শুরু করে অভিজ্ঞ রবার্ট লেভানদভস্কি—প্রত্যেকের প্রতি ছিলো কোচের প্রশংসা, সবাই মিলে পরিবার হয়ে উঠতে পারায় ধরা দিয়েছে মুকুট, 'আমাদের পথটা সহজ ছিল না। অনেক বাধা এসেছে, অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। কিন্তু আমরা কখনও হাল ছাড়িনি। আমরা সবসময় এক সঙ্গে থেকেছি, একটা পরিবারের মতো। আর এটাই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি।'

ফ্লিক দৃঢ় কণ্ঠে আগামীর সম্ভাবনার কথাও জানিয়েছেন, 'এই জয়টা আমাদের শেষ নয়। এটা একটা নতুন শুরুর ইঙ্গিত। বার্সেলোনার ইতিহাস আরও অনেক জয়ে ভরা থাকবে এবং আমরা সেই ইতিহাসের অংশ হতে চাই।'

Comments

The Daily Star  | English

Gopalganj curfew to remain in effect until 6am tomorrow

The announcement was made today by Gopalganj Deputy Commissioner (DC) Muhammad Kamruzzaman

2h ago