হালান্ডের চোটে এফএ কাপের সেমিতে উঠার আনন্দ মাটি সিটির

erling haaland walking using support

দুঃসময় যেন ঘিরে ধরেছে ম্যানচেস্টার সিটিকে। চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগে বেহাল দশার পর অন্তত এফএ কাপ জেতার আশা টিকিয়ে সান্ত্বনার খুঁজে ছিলো তারা। তবে বোর্নমাউথকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার আনন্দের মাঝে খারাপ খবর পেতে হলো তাদের। মারাত্মক চোটে যে ক্রাচে ভর দিয়ে মাঠ ছেড়েছেন আর্লিং হালান্ড।

রোববার কোয়ার্টার ফাইনালে দলের ২-১ গোলে জয়ে ৪৯ মিনিটে গোলও করেন হালান্ড। তবে গোল করার কয়েক মিনিট পর প্রতিপক্ষের ডিফেন্ডার লুইস কুক তাক বাজেভাবে ট্যাকল করলে গোড়ালিতে চোট পান তিনি।

শুরুতে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও টিকতে পারেননি ব্যথায়। চোটের গভীরতা টের পাওয়া যায় ম্যাচ শেষে। একটি ছবিতে দেখা যায় ক্রাচে ভর দিয়ে হাঁটছেন দলের অন্যতম সেরা তারকা। কোচ পেপ গার্দিওয়ালা চোটের অবস্থা জানাতে পারেননি। আরও কিছু পরীক্ষার পর জানা যাবে বিস্তারিত।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও বিরতির পর সিটিকে সমতায় ফেরান হালান্ড। পরে ওমার মার্মাউশের গোলে জয় নিশ্চিত হয় সিটির। আগামী ২৬ এপ্রিল সেমিফাইনালে সিটির প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। সেই ম্যাচে হালান্ডারের খেলা সংশয়ে।

Comments

The Daily Star  | English

Elections entirely Bangladesh's internal matter: Shafiqul

'Wounds caused by crimes against humanity perpetrated by AL still fresh,' says CA's press secretary

30m ago