ফাহামিদুলের বাংলাদেশে না আসার ব্যাখ্যা দিলেন কাবরেরা

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ক্যাম্প সেরে বাংলাদেশ জাতীয় দল ঢাকায় ফিরলেও সেখানে নেই ফাহামিদুল ইসলাম। প্রবাসী এই তরুণ ফুটবলার সরাসরি ফিরে গেছেন ইতালিতে। এতে নিশ্চিত হয়ে গেছে, এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের চূড়ান্ত স্কোয়াডে তিনি থাকছেন না। তাকে ফেরত পাঠানোর ব্যাখ্যা দিয়েছেন হাভিয়ের কাবরেরা। বাংলাদেশের স্প্যানিশ কোচ বলেছেন, মানিয়ে নেওয়ার জন্য ফাহামিদুলের আরও সময় প্রয়োজন।

কাবরেরার অধীনে সৌদিতে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প করেছে বাংলাদেশ। গত ৫ মার্চ অনুশীলন শুরু হওয়ার পর ১০ মার্চ সেখানে যোগ দেন ইতালি প্রবাসী ১৮ বছর বয়সী  মিডফিল্ডার ফাহামিদুল। কিন্তু আজ মঙ্গলবার সকালে তাকে ছাড়াই দেশে ফিরেছে জাতীয় দল। পৌঁছানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন কাবরেরা। সেখানে তাকে ফাহামিদুলের ইতালিতে ফিরে যাওয়ার কারণ জানাতে হয়।

বাংলাদেশের প্রধান কোচের মতে, সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য ফাহামিদুলের আরও কিছুটা সময় দরকার, 'ফাহামিদুল ঢাকায় আসেনি। সে সৌদি আরবে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিলেন। সে ভালো করেছে। সে একজন প্রতিভাবান খেলোয়াড়। তবে তার আরও কিছুটা সময় প্রয়োজন। তাই সে দলের সঙ্গে এখানে আসেনি। তবে সে ভালো করেছে।'

কাবরেরার দৃষ্টিতে, এই মুহূর্তে দলে ফাহামিদুলের চেয়ে আরও কয়েকজন উপযুক্ত বিকল্প খেলোয়াড় রয়েছেন, 'তাকে পেয়ে আমাদের ভালোই লেগেছে। খেলোয়াড়দের ও দলের সঙ্গে সাক্ষাৎ করাটাও তার জন্য ভালো হয়েছে। কিন্তু আপাতত আরও কয়েকজন খেলোয়াড় আছে আমাদের, যারা আরও বেশি তৈরি। সে খুব তরুণ। তাই মানিয়ে নিতে তার আরও কিছুটা সময় প্রয়োজন।'

এর আগে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান দ্য ডেইলি স্টারকে বলেছেন, বিভিন্ন পজিশনে বাজিয়ে দেখা হলেও কোচের মন জয় করতে পারেননি ফাহামিদুল, 'এটা কোচের সিদ্ধান্ত। উনি তাকে লেফট ব্যাক, লেফট উইংসহ বিভিন্ন পজিশনে চেষ্টা করে দেখেছেন। উনি যেভাবে পরিকল্পনা করেছিলেন, সেভাবে হয়নি। অভিজ্ঞতার অভাব। তাকে বলে দেওয়া হয়েছে, "তোমাকে নিয়ে অন্যভাবে পরিকল্পনা করা হবে।"'

আগামী ২৫ মার্চ মেঘালয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। সেজন্য গত ফেব্রুয়ারিতে ফাহামিদুলকে নিয়ে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন কাবরেরা। বর্তমানে তিনি খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল অলবিয়া কালসিওতে। সিরি ডিতে 'জি' গ্রুপে রয়েছে ক্লাবটি। এর আগে ফাহামিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগোরনা ও লিভোরনোতে। সম্ভবত, ফাহামিদুলকে পরবর্তীতে যুব দলের জন্য বিবেচনা করা হতে পারে পরে।

Comments

The Daily Star  | English

No one too poor to dream, no dream too big to achieve: Yunus

He says in his keynote speech at Earthna Summit 2025 in Doha

15m ago