চোটে মৌসুম শেষ বার্সেলোনার কাসাদোর!

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ রোমাঞ্চকর এক জয় পেয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। তবে এমন জয়ের উচ্ছ্বাসের পর বড় দুঃসংবাদ শুনেছে ক্লাবটি, যা স্পেন জাতীয় দলের জন্যও খারাপ খবর। মৌসুমের বাকি সময়ে আর মার্ক কাসাদোকে পাওয়া যাচ্ছে না। ডান হাঁটুর লিগামেন্টে আঘাত লেগেছে বলে অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা দেখা গেছে কাসাদোর এমনকি যা সম্পূর্ণ ছিঁড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সম্পূর্ণ ছিঁড়ে গেলে তো এক বছরের মতো থাকতে হবে মাঠের বাইরে। আর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হলেও দুই মাসের মধ্যে তাকে ফিরে সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এ মৌসুমে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

ওয়ান্দা মেত্রোপলিতনে ম্যাচের প্রথমার্ধে গ্রিজম্যানের বিপক্ষে একটি চ্যালেঞ্জের সময় আহত হন কাসাদো। তবে প্রাথমিক শুশ্রূষার পর লড়াই চালিয়ে যান এবং মাঠেই থাকেন। শেষ পর্যন্ত ৬৭তম মিনিট পর্যন্ত খেলেছিলেন। পড়ে তাকে বদল করে এরিক গার্সিয়াকে মাঠে নামান বার্সা কোচ।

একজন ভালো মানের হোল্ডিং মিডফিল্ডার যখন হন্যে হয়ে খুঁজছিল বার্সেলোনা, তখনই ত্রাতা হয়ে আসেন কাসাদো। প্রথম ম্যাচেই আস্থা জোগান কোচ হ্যান্সি ফ্লিকের। এরপর আর ফিরে তাকাতে হয়নি। নিয়মিতই সুযোগ পেয়েছেন একাদশে। এখন পর্যন্ত বার্সার হয়ে ৩৬টি ম্যাচ খেলেছেন এবং সব প্রতিযোগিতাতেই অংশ নিয়েছেন। স্পেনের হয়েও খেলেছেন দুটি ম্যাচ।

Comments

The Daily Star  | English

Ishraque's supporters padlock Nagar Bhaban

Protesters began gathering around 9:00am, blocking the main gate and occupying nearby roads

29m ago