ইয়ামালকে আটকাতে ইনজাগির বিশেষ পরিকল্পনা

'ইয়ামাল এমন এক বিস্ময়, যে রকম খেলোয়াড় ৫০ বছরে একবারই আসে।' মন্তুজুইকে বার্সেলোনার বিপক্ষে ৩-৩ ব্যবধানে ড্র হওয়া ম্যাচ শেষে লামিন ইয়ামালকে নিয়ে এমনটাই বলেছিলেন ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি। ঘরের মাঠে দ্বিতীয় লেগে নামার আগেও এই তরুণকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসালেন এই ইতালিয়ান কোচ। 

বার্সেলোনার মাঠে সেদিন দুই দফা এগিয়ে গিয়েছিল ইন্টার। প্রথমবার তো দুই গোলের ব্যবধানে। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি দলটি মূলত ইয়ামালের অতিমানবীয় পারফরম্যান্সে। একটি দুর্দান্ত গোল করেছেন। বাকি দুটি গোলে করেছেন সহায়তা। অন্যথায় সেদিন জয় নিয়েই ফিরতে পারতো নেরাজ্জুরিরা। 

সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও ইয়ামালকে নিয়ে কথা বলেন ইনজাগি, 'আমাদের চেষ্টা করতে হবে যেন ও বল না পায়, কিন্তু এটা প্রায় অসম্ভব। ওকে দ্বৈতভাবে মার্ক করা হবে, ওর ওপর বিশেষ নজর থাকবে, তাই আমরা ওকে ঘিরে সতর্ক থাকব। ও একজন অসাধারণ প্রতিভা, অত্যন্ত বিপজ্জনক; সবাই ওকে বল দেয়। ওর চিন্তার গতিও আমাকে মুগ্ধ করেছে—ও সব সময় জানে কী খেলতে হবে।'

ইয়ামালকে নিয়ে যে বিশেষ রক্ষণাত্মক পরিকল্পনা করছেন তারা তা এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন ইনজাগি। তবে নিজ দলের শক্তিশালী পারফরম্যান্সেও আশাবাদী তিনি, 'আমরা জানি এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। আমাদের একটি দুর্দান্ত পারফরম্যান্স দিতে হবে এক অত্যন্ত শক্তিশালী দলের বিপক্ষে, যাদের সামর্থ্য আমরা আগেই অনুভব করেছি। আমাদের দরকার সজাগ ও স্থির ইন্টার।'

তবে বার্সেলোনা কতোটা ভয়ংকর হতে পারে তা জানেন ইনজাগি। চলতি মৌসুমে তাদের অ্যাওয়ে ম্যাচের পারফরম্যান্সও ভালো। বার্সেলোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনজাগি বলেন, "ওরা বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক দল। কুন্দে না থাকা দুঃখজনক—ও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে লেভা থাকুক বা না থাকুক, বার্সেলোনা শক্তিশালী।'

আগামীকাল রাতে সানসিরোতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার মিশনে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও ইন্টার মিলান।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

4h ago