ইন্টার-বার্সা ম্যাচে 'রিয়াল ভক্ত' রেফারির নিয়োগ

ক্যারিয়ারে অসংখ্যবার বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে আলোচনায় এসেছেন পোলিশ রেফারি সিমন মারচিনিয়াক। যার সবই গিয়েছে রিয়াল মাদ্রিদের পক্ষে কিংবা তাদের রাইভালদের বিপক্ষে। সেই রেফারি কি-না নিযুক্ত হয়েছেন বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে। তাতে স্বাভাবিকভাবেই বড় দুশ্চিন্তায় রয়েছে কাতালান শিবির।

মন্তুজুইকে দারুণ রোমাঞ্চকর ম্যাচ শেষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা ও ইন্টার মিলান। সানসিরোতে আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগের ম্যাচে খেলবে দল দুটি। প্রতিপক্ষের মাঠে এই ম্যাচের আগে রেফারিকে নিয়ে দুর্ভাবনায় থাকতেই হচ্ছে বার্সেলোনাকে। 

মারচিনিয়াকের সবশেষ আলোচিত ঘটনা ছিল অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার পেনাল্টি শুটআউটে হুলিয়ান আলভারেজের গোল বাতিল, যেখানে এক সন্দেহজনক 'ডাবল টাচ'-এর অজুহাতে গোলটি বাতিল করা হয়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল ভিএআর থেকে এই ঘটনা দেখানো হলেও তিনি মনিটরে না গিয়ে সরাসরি সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগেও রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ম্যাচে ম্যাতাইস ডি লিখটের গোল অফসাইডের অজুহাতে বাতিল করেন মারচিনিয়াক। কিন্তু ভিএআর যাচাই করার আগে নিজেই অফসাইডের বাঁশি বাজিয়ে দেন, যে কারণে ভিএআর হস্তক্ষেপ করতে পারেনি।

এর বাইরে, নিজের ব্যক্তিগত অনেক জিনিসেই তিনি ব্যবহার করেন রিয়াল মাদ্রিদের লোগো যুক্ত নানা সামগ্রী। এমনকি তা মাঠের মধ্যেও। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে রিয়াল মাদ্রিদের লোগোযুক্ত ব্যাগ নিয়ে মাঠে ঢুকছেন মারচিনিয়াক। ২০২২ সালে চেলসির কোচ টমাস টুখেলও সরাসরি এই রেফারির রিয়াল কোচ আনচেলত্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেন।

শুধু মারচিনিয়াক নয়, ভিএআর সহকারী পল ভ্যান বুকেলকের নিয়োগও উদ্বেগজনক বার্সেলোনার জন্য। ২০২২-২৩ মৌসুমে ইন্টার-বার্সার একটি গ্রুপ ম্যাচে তিনি ভিএআরের দায়িত্বে ছিলেন, যেখানে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বার্সার বিপক্ষে যায়। শেষ মুহূর্তে একটি অনটার্গেট শট ডামফ্রিসের হাতে বল লেগে থেমে গেলেও ভিএআর হস্তক্ষেপ করেনি, এবং একটি সম্ভাব্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় বার্সা। একই ম্যাচে পেদ্রির একটি গোল বাতিল হয়, কারণ বলটি আগে আনসু ফাতির হাতে অনিচ্ছাকৃতভাবে লেগেছিল।

Comments

The Daily Star  | English
NBR to become separate specialised agency

NBR officials withdraw complete shutdown programme

However, the non-cooperation programme with the NBR chairman will continue

1h ago