জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচে হামলার ঘটনায় বাফুফের নিন্দা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের একটি ফুটবল ম্যাচ বন্ধ করতে হামলা, ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক বিবৃতিতে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বলছে, এই ঘটনা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থী। দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি করেছে বাফুফে।

গত ২৪ জানুয়ারি আক্কেলপুর স্থানীয় 'টি-স্টার ক্লাব' জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দেয়।  এই ম্যাচের জন্য টিনের বেড়া দিয়ে গ্যালারির তৈরি করা হয়। রাখা হয় টিকেটের ব্যবস্থাও। কিন্তু ম্যাচটি বন্ধ করতে স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি তুলেন তারা। সেই বিক্ষোভ থেকে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠের টিনের বেড়া হামলা চালিয়ে ভাঙচুর করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ম্যাচটি স্থগিত করে দেন।

বুধবার এই ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি পাঠিয়ে বাফুফে লিখেছে,  'বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না।'

'ফুটবল সবার জন্য, এবং নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে, দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।'

বাফুফে তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে,  'আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নারীদের ফুটবল খেলায় যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হোক।'

'একই সঙ্গে, স্থানীয় সামাজিক সংগঠন ও ব্যক্তিত্বদের নারীদের ক্রীড়াচর্চায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে ফুটবলসহ সব খেলাধুলায় নারী ও কিশোরীরা অবাধে অংশ নিতে পারে।'

বিগত কয়েক বছরে নারীদের ফুটবলে বাংলাদেশ ব্যাপক অগ্রগতি হয়েছে। প্রথামিক পর্যায়ে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও টুর্নামেন্টও আয়োজিত হওয়ায় সারাদেশ থেকে অনেক নারী ফুটবলার উঠে এসেছেন। এর ফলও পেয়েছে বাংলাদেশ।  গত ২০২২ ও ২০২৪ সালে টানা দুইবার নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

12h ago