হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করলেন সুমাইয়া

ছবি: ফেসবুক

কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা বাংলাদেশ নারী জাতীয় দলের ফুটবলারদের মধ্যে অন্যতম হলেন মাতসুশিমা সুমাইয়া। তাদের অনড় অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে কথা বলেছেন অনেকে। এরই মধ্যে গুরুতর অভিযোগ করলেন জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। নিজের স্বীকৃত ফেসবুক পেজে সুমাইয়া লিখেছেন, গত কয়েক দিনে অসংখ্যবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছেন তিনি।

সম্প্রতি ইংলিশ প্রধান কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছেন ফুটবলাররা। ১৮ জন খেলোয়াড় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, বাটলার দায়িত্বে থাকলে অনুশীলন ক্যাম্পে অংশ নেওয়া তো দূরে থাক, প্রয়োজনে গণঅবসরে যাবেন তারা। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মাঝে সুমাইয়া ভয়ঙ্কর অভিযোগ করেছেন। হত্যা ও ধর্ষণের হুমকিতে প্রচণ্ড আঘাত পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

বাংলাদেশের জার্সিতে ৭ ম্যাচ খেলা সুমাইয়ার স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো, 'আসসালামু আলাইকুম। আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হিসেবে আন্তস্কুল প্রতিযোগিতা থেকে শুরু করে মালদ্বীপে লিগ খেলা ও শিরোপা জেতা এবং বাংলাদেশের হয়ে ২০২৪ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতা পর্যন্ত যাত্রাটা আমার জন্য অম্লমধুর ছিল।

যখন থেকে আমি এই পথটি (ফুটবলে ক্যারিয়ার গড়া) বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল (সেসব) তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, যাদের বাবা-মা চান তারা কেবল পড়াশোনায় মনোনিবেশ করুক। আমি দেখাতে চেয়েছিলাম, (খেলাটির প্রতি) আবেগ ও নিবেদন সমস্ত প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে। কিন্তু আজ আমার (এসব ভেবে) আক্ষেপ হচ্ছে যে — আমার শিক্ষা, আমার পরিবার, আমার ঈদ — সব কিছু এমন একটি দেশের সেবা করার জন্য, যে দেশ আমাদের লড়াইয়ের প্রশংসাই করতে জানে না।

ফুটবল খেলার জন্য আমি আমার বাবা-মায়ের সাথে লড়াই করেছি, শুধু এই বিশ্বাসে যে, আমার দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সত্যিই কেউ একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেটা সম্পর্কে আমার ও সতীর্থদের জন্য ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম সামর্থ্য আমার আছে। গত কয়েক দিন ধরে আমি অসংখ্যবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। (আমার বিরুদ্ধে ব্যবহার করা) শব্দগুলো আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা আমি কল্পনাও করিনি।

আমি জানি না এই মানসিক আঘাত কাটিয়ে উঠতে আমার কত সময় লাগবে। তবে আমি বলতে চাই যে, শুধু স্বপ্ন পূরণ করার জন্য আর কাউকেই যেন এসবের মধ্য দিয়ে যেতে না হয়।'

বাটলারের বিরুদ্ধে ফুটবলারদের বিদ্রোহের ঘটনার তদন্ত করতে বাফুফে সাত সদস্যের একটি কমিটি করেছে। আগামী বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English
shop owner killed in BNP party office

Landlord beaten to death in N'ganj BNP office over rent

Altercation over Ward BNP party office's rent payment at Salmodi Bazar in Araihazar, say police

1h ago