গোল করেই যাচ্ছেন রোনালদো

ছবি: আল নাসর

জাতীয় দল ও ক্লাব মিলিয়ে আগের দুই ম্যাচে করেছিলেন তিন গোল। ফর্ম ধরে রেখে এবার আল গারাফার বিপক্ষে জোড়া লক্ষ্যভেদ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার নৈপুণ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পশ্চিমাঞ্চলের কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার খুব কাছে পৌঁছে গেল আল নাসর।

সোমবার রাতে কাতারের প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতেছে সৌদি প্রো লিগের ক্লাবটি। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে তাদের অর্জন ১৩ পয়েন্ট। তারা রয়েছে এশিয়ার সর্বোচ্চ ক্লাব আসরের পশ্চিমাঞ্চলের পয়েন্ট তালিকার দুই নম্বরে। সমান ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল আহলি। এক ম্যাচ কম খেলে তিনে থাকা আল হিলালের পয়েন্ট ১২।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল উৎসব করে আল নাসর। বিরতির পর খেলা শুরুর ৫০ সেকেন্ডের মধ্যে দলটিকে এগিয়ে যাওয়ার উল্লাসে মাতান ৪০ ছুঁইছুঁই রোনালদো। বক্সের ভেতর থেকে হেড করে জাল খুঁজে নেন তিনি। ৬৪তম মিনিটে আল নাসরের জয় নিশ্চিত করে নিজের পরের গোলটি পর্তুগিজ মহাতারকা করেন নিখুঁত শটে। সেটাও ছিল বক্সের ভেতর থেকে।

মাঝে ৫৮তম মিনিটে জাল খুঁজে নেন রোনালদোর সতীর্থ অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। এরপর ৭৫তম মিনিটে আল গারাফার পক্ষে ব্যবধান কমান হোসেলু। তবে তারা পুরো ১১ জন নিয়ে ম্যাচ শেষ করতে পারেনি তারা। ৮৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সেইদু সানো।

উয়েফা নেশন্স লিগে গত ১৬ নভেম্বর পর্তুগালের জার্সিতে পোল্যান্ডের বিপক্ষে দুবার জাল কাঁপান রোনালদো। আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবে ফিরে গত শুক্রবার আল কাদাসিয়ার বিপক্ষে প্রো লিগের ম্যাচেও নিশানা ভেদ করেন তিনি। এবার তার ধারাবাহিক পারফরম্যান্সের তোপে ধরাশায়ী হয়েছে আল গারাফা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের জার্সিতে রোনালদোর গোল বেড়ে হয়েছে ১৩টি। আর শেষ হতে যাওয়া ২০২৪ সালে তার গোল মোট ৪০টি। ক্লাবে ৩৩টি, আন্তর্জাতিক মঞ্চে সাতটি।

১০০০ হাজার গোলের লক্ষ্যে ছুটে চলা পাঁচবারের ব্যালন দি'অরজয়ী ফরোয়ার্ড পৌঁছে গেছেন বর্ণাঢ্য ক্যারিয়ারের ৯১৩তম গোলে। এর মধ্যে পর্তুগালের জার্সিতে রোনালদোর রয়েছে ১৩৫টি গোল। তার বাকি ৭৭৮টি গোল ক্লাব পর্যায়ে স্পোর্তিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্তাস ও আল নাসর মিলিয়ে।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

16h ago