চেলসির জয়ে বিরতির আগেই ৪ গোল করে পালমারের ইতিহাস
প্রথমার্ধের ২১ থেকে ৪১— এই ২০ মিনিটের মধ্যে চারবার বল জালে পাঠালেন কোল পালমার। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিরতির আগে চার গোল করে তিনি গড়লেন ইতিহাস। তার রেকর্ডে ভর করে দুর্দান্ত জয় তুলে নিল চেলসি।
শনিবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৪-২ গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে হারিয়েছে ব্লুজরা।
রোমাঞ্চকর ম্যাচের সবগুলো গোলই আসে প্রথমার্ধে। একক নৈপুণ্যে স্বাগতিকদের জয়ের নায়ক তরুণ ইংলিশ ফরোয়ার্ড পালমার। গত এপ্রিলে গত মৌসুমের লিগে এভারটনের বিপক্ষেও চার গোল পেয়েছিলেন তিনি। সফরকারীদের গোলদাতারা হলেন জর্জিনিও রাতার ও কার্লোস বালেবা।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটি ছেড়ে আসা পালমারের এটি চেলসির জার্সিতে তৃতীয় হ্যাটট্রিক। প্রিমিয়ার লিগের এই ক্লাবের হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের তালিকায় তিনি উঠে গেছেন যৌথভাবে শীর্ষে— মাত্র ৩৯ ম্যাচেই! তার পাশাপাশি তিনটি করে হ্যাটট্রিক করেছেন জিমি ফ্লয়েড হ্যাসেলবেইঙ্ক, দিদিয়ের দ্রগবা ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
Comments