বার্সা-রিয়াল ম্যাচের ফলকে 'বিভ্রান্তিকর' বললেন জাভি

জয় নিয়ে মাঠ ছাড়ায় আনন্দিত হলেও বার্সেলোনার কোচ জাভির চোখে শিষ্যদের ভুলও ধরা পড়েছে। ছবি: এএফপি

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে বলা চলে উড়িয়েই দিল বার্সেলোনা। প্রীতি ম্যাচে পাওয়া এই বড় জয় সত্ত্বেও উচ্ছ্বাসের জোয়ারে গা ভাসাতে রাজী হলেন না জাভি হার্নান্দেজ। শিষ্যদের আরও উন্নতি করার বার্তা দিয়ে কাতালানদের কোচ জানালেন, ম্যাচের ফলটি বিভ্রান্তিকর।

প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ডালাসে মুখোমুখি হয় স্প্যানিশ দুই পরাশক্তি। এল ক্লাসিকো খ্যাত লড়াইয়ে ৩-০ গোলে রিয়ালকে হারিয়েছে বার্সা। তাদের হয়ে প্রথমার্ধে জালের ঠিকানা খুঁজে নেন উসমান দেম্বেলে। এরপর দ্বিতীয়ার্ধের শেষদিকে ব্যবধান বাড়ান ফারমিন লোপেজ ও ফেরান তোরেস।

স্কোরলাইন দেখে মনে হলেও ম্যাচটা মোটেও একপেশে ছিল না। বল আয়ত্বে রাখায় এগিয়ে ছিল রিয়াল। আক্রমণ ও সুযোগ তৈরিতে তাদের প্রাধান্য ছিল আরও স্পষ্ট। বার্সার ১২টির বিপরীতে গোলমুখে তারা নেয় ২৯টি শট, যার পাঁচটি ছিল লক্ষ্যে। তাছাড়া, বিস্ময়করভাবে পাঁচবার রিয়ালের শট বাধা পায় পোস্টে। এর মধ্যে ছিল ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া একটি স্পট কিকও। ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে তার জোরালো গতির শট।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ মিডফিল্ডার জাভি জানান ফল নিয়ে সন্তুষ্ট না হওয়ার কারণ, 'না আমরা আজকে (শনিবার) ভালো খেলেছি, না আমরা সেদিন আর্সেনালের বিপক্ষে (৫-৩ গোলে হেরে যাওয়া ম্যাচে) খারাপ খেলেছিলাম। খেলায় সমানে সমান লড়াই হয়েছে এবং এই ফলটা বিভ্রান্তিকর। কারণ রিয়ালও ভালো খেলেছে।'

জয় নিয়ে মাঠ ছাড়ায় আনন্দিত হলেও বার্সেলোনা কোচের চোখে শিষ্যদের ভুলও ধরা পড়েছে। ভবিষ্যতে সেগুলো শুধরে নিতে চান তিনি, 'আমরা খুশি এবং ক্লাসিকোতে হারার চেয়ে জেতাটা সব সময়ই দারুণ ব্যাপার। তবে এখনও আমাদের অনেক কিছুতে উন্নতি করতে হবে। আজ আমরা যা করেছি (আগের ম্যাচগুলোতেও) প্রায়শই সেটার কাছাকাছি গিয়েছি, যেমন- লম্বা সময় ধরে বল দখলে রাখা, ফাঁকা স্থানগুলো কাজে লাগিয়ে আক্রমণে ওঠা। তবে আমরা বোকার মতো বল হারিয়েছিও, যেটা সংশোধন করা দরকার। ফলটা খুবই ইতিবাচক হলেও এর অর্থ এই নয় যে আমরা ভীষণ ভালো খেলেছি।'

চলমান দলবদলে ইল্কাই গুন্দোয়ান, ইনিগো মার্তিনেজ ও ওরিয়ল রোমেউকে দলে টেনেছে বার্সা। এই তালিকায় আরও নাম যুক্ত হওয়ার আশায় আছেন জাভি, 'আশা করি, আমরা আরও খেলোয়াড় দলে যুক্ত করতে পারব। আমাদের এখনও ঘাটতি আছে এবং আমি ম্যানেজমেন্ট ও সভাপতিকে এই বিষয়ে আমার ভাবনা জানিয়েছি। আরও উঁচু মানের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আমাদের এখনও কিছু ঘাটতি রয়েছে।'

Comments

The Daily Star  | English

Manmohan Singh passes away at 92

Former Indian prime minister Manmohan Singh, the architect of India's economic reforms, passed away in New Delhi last night. He was 92.

1h ago