পাকিস্তান সফরে ডাক পেলেন মিরাজ

ছবি: ফিরোজ আহমেদ

'আধুনিক ক্রিকেটে অলরাউন্ডারদের চাহিদা অনেক।' পিএসএল খেলতে পাকিস্তান যাওয়ার আগে ডেইলিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টিতে জাতীয় দলে থিতু হতে না পারলেও নিজেকে প্রস্তুত রাখছেন বলেও জানান তিনি। পাকিস্তানে থাকাকালীন সময়েই জাতীয় দলের ফেরার সংবাদ পেলেন তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মিরাজকে পাকিস্তান সফরের দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ওপেনার সৌম্য সরকারের জায়গায় নেওয়া হয়েছে তাকে। পিঠের চোটের কারণে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা আরও জানায়, গত এক সপ্তাহ ধরে সৌম্য ডান পাশের কোমরের নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন। তার চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান, 'চিকিৎসা পরীক্ষার পর দেখা গেছে যে, এই চোট সেরে উঠতে প্রায় ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। ফলে আসন্ন পাকিস্তান সফরের তিন ম্যাচের সিরিজে তিনি খেলতে পারবেন না।'

এদিকে, আরব আমিরাত সফরের আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, টি-টোয়েন্টির জন্য প্রস্তুত নন মিরাজ। আগের দিন একই সুরে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমও। তবে একদিন যেতেই পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দলে ডাক পেলেন এই অলরাউন্ডার।

২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সংস্করণে সুযোগ পেলেও এখন পর্যন্ত মোট ২৯টি ম্যাচ খেলেছেন মিরাজ। যেখানে ২৪ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ১৭.৭০ গড় ও ১১৬.০৬ স্ট্রাইক রেটে করেছেন ৩৫৪ রান। এছাড়া বল হাতে ওভার প্রতি ৮.৫৫ রান দিয়ে নিয়েছেন ১৪টি উইকেট।

আগামী ২৮ মে থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একদিন পর ৩০ মে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায়।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন  শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Fakhrul calls for unity among parties to restore democracy

Says empowering people through elections is the shared responsibility of all political forces

54m ago