৩০০ টাকায় দেখা যাবে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার টিকিট বিক্রি হবে পুরোপুরি অনলাইনে। এবারের সিরিজে মাঠে বসে খেলা দেখতে দর্শকদের কিছুটা বেশি মূল্য গুনতে হবে। সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।

ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং মধুমতি ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে সহজেই সংগ্রহ করা যাবে টিকিট। প্রতিটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন একজন দর্শক।

আগামী ১৫ জুলাই থেকে ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এরপর তা প্রিন্ট করে আনতে পারবেন দর্শকরা অথবা মোবাইল স্ক্রিনে দেখিয়েও স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। যেসব টিকিট অনলাইনে বিক্রি হবে না, সেগুলো ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথে বিক্রি করা হবে।

২০২৪ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা ছিল টিকিটের দাম। কিন্তু এবার সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে তিনশ টাকা, আর সর্বোচ্চ টিকিটের মূল্য সাড়ে তিন হাজার টাকা।

আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২২ ও ২৪ জুলাই হবে বাকি দুই ম্যাচ।

টিকিটের মূল্য তালিকা:

নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা

ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা

ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা

নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা

ক্লাব হাউস (সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড): ৮০০ টাকা

ক্লাব হাউস (নর্থ - শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ - মিডিয়া ব্লক): ১,৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ - কর্পোরেট ব্লক): ১,৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২,৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ - কর্পোরেট ব্লক): ৩,৫০০ টাকা

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

2h ago