জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ফিরছেন ইংলিশ অধিনায়ক স্টোকস

চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইংল্যান্ড দলের নেতৃত্ব দিতে সবুজ সংকেত পেয়েছেন বেন স্টোকস। শুক্রবার ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। যেখানে রাখা হয়েছে ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারকে।

গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন স্টোকস, যা ছিল পাঁচ মাসের মধ্যে তার দ্বিতীয় হ্যামস্ট্রিং ছিড়ে যাওয়ার ঘটনা। এরপর সম্পূর্ণ সেরে উঠতে অস্ত্রোপচার করা। তখন থেকেই পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি।

চলতি মৌসুমে এখনো কাউন্টি দল ডারহামের হয়ে কোনো ম্যাচ খেলেননি স্টোকস। তবে ২২ থেকে ২৫ মে পর্যন্ত ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্টে ইংল্যান্ডের নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি। এটি ইংল্যান্ডের ঘরের মাঠে নতুন মৌসুমের প্রথম টেস্ট, তবে সাধারণ পাঁচ দিনের বদলে এই ম্যাচটি হবে চারদিনের।

দলে ডাক পেয়েছেন এখনো টেস্ট না খেলা এসেক্সের পেসার স্যাম কুক। পেসার মার্ক উড ও ব্রাইডন কার্স চোটে পড়ায় নটিংহামে অভিষেক হতে পারে ২৭ বছর বয়সী কুকের, যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ২০-এর নিচে গড়ে ৩১৮টি উইকেট নিয়েছেন। সাম্প্রতিক ইংল্যান্ড লায়ন্স দলের অস্ট্রেলিয়া সফরেও তিনি তিন ম্যাচে ১৩টি উইকেট নিয়ে নজর কাড়েন।

দলে আরও একজন নতুন মুখ হলেন কুকেরই এসেক্স সতীর্থ জর্ডান কক্স। এছাড়া নটিংহ্যামশায়ারের পেসার জশ টাং নিজের ঘরের মাঠে টেস্ট দলে ফেরার আশা করছেন। তিনি শেষবার খেলেছিলেন ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে।

জিম্বাবুয়ে ২০০৩ সালের পর এই প্রথম ইংল্যান্ডে টেস্ট খেলবে। এটি স্টোকসের দলের জন্য ব্যস্ত গ্রীষ্মকালীন মৌসুমের সূচনা, যার পর রয়েছে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ এবং এরপর ২০২৫/২৬ অ্যাশেজ অস্ট্রেলিয়ায়।

ইংল্যান্ড স্কোয়াড:

বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক) এবং জশ টাং।

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

2h ago