অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন স্টোকস

Ben Stokes

বেন স্টোকসকে ওয়ানডেতে ফেরানোর চেষ্টা কদিন ধরেই করছিল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তাদের সেই চেষ্টা অবশেষে আলোর মুখ দেখল। ওয়ানডেতে অবসর ভেঙে দলে ফিরলেন ২০১৯ বিশ্বকাপের নায়ক। স্টোকসকে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্টোকস ফিরলেও চোটে থাকা পেসার জোফরা আর্চার এই সিরিজেও দলে নেই। তাকে নিয়ে নেই কোন আশাবাদী খবরও। দলে এসেছেন অভিষেকের অপেক্ষায় থাকা সম্ভাবনাময় তরুণ পেসার গাস অ্যাটকিনসন। সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারির হয়ে ২৫ বছর বয়েসী পেসার ২০ উইকেট নিয়ে আলোচনায় আসেন।

দল ঘোষণার পর ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট বলেন স্টোকসের ফেরা দলের শক্তি বাড়াবে, 'স্টোকস ফেরায় দলের মান বাড়ছে। তার ম্যাচ জেতানোর ক্ষমতা ও নেতৃত্বের গুণ দলকে সহায়তা করে। আমি নিশ্চিত প্রতিটি ভক্ত তাকে ওয়ানডেতে ফিরতে দেখে আনন্দ পাবে।'

২০১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে জেতান স্টোকস। দারুণ ছন্দে থাকলেও গত বছর আচমকা ওয়ানডে ছেড়ে দেন তিনি। ৩২ পেরুনো এই অলরাউন্ডারকে আগামী বিশ্বকাপে ফেরাতে তাই বিশেষ অনুরোধ করে ইসিবি।

স্টোকস ফিরলেও ইংল্যান্ডের ওয়ানডে দলে জায়গা হয়নি ব্যাটার হ্যারি ব্রুকের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই স্টোকস। সেখানে আছে ব্রুকের নাম।

আগামী ৩০ অগাস্ট ডারহামে টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে ইংল্যান্ডের। ম্যানচেস্টারে ১ সেপ্টেম্বর দ্বিতীয়, বার্মিংহামে ৩ সেপ্টেম্বর তৃতীয় ও নটিংহ্যামে ৫ সেপ্টেম্বর হবে চতুর্থ টি-টোয়েন্টি।

কুড়ি ওভারের সিরিজের পর দুই দল মুখোমুখি হবে ওয়ানডেতে। সেখানেই দেখা যাবে স্টোকসকে। কার্ডিফে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে নামবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড, ১০ সেপ্টেম্বর সাউদাম্পটনে দ্বিতীয় ওয়ানডে, ১৩ সেপ্টম্বর ওভালে তৃতীয় ও ১৫ সেপ্টেম্বর লর্ডসে হবে চতুর্থ ওয়ানডে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাবিদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, দাবিদ মালান, আদিল রশিদ, জস টং, জন টার্নার, লুক উড।

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

2h ago