মুজারাবানির পাঁচ উইকেট, দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে  বাংলাদেশ

Blessing Muzarabani
পাঁচ উইকেট নিয়ে মুজারাবানির উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ

সিলেট টেস্টে শুরু থেকেই দারুণ বল করার ফল পেলেন ব্লেসিং মুজারাবানি। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়া জিম্বাবুয়ের পেসার এবার নিলেন পাঁচ উইকেট। চতুর্থ দিনের সকালে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশও।

বুধবার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর খেলার শুরুতেই আঘাত হানেন মুজারাবানি। দিনের দ্বিতীয় বলেই তিনি ফেরান নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশ অধিনায়ক শর্ট বলে বাজে শটে ফাইন লেগে ধরা দিলে ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ।

খানিক পর বাংলাদেশের অলরাউন্ডারকে বাড়তি বাউন্সের বলে গালিতে ক্যাচ বানিয়ে টেস্টে ক্যারিয়ারে তৃতীয়বারের মতন পঞ্চম উইকেট  পান মুজারাবানি। ১৫ বলে ১ ছক্কা, ১ চারে ১১ করে ফেরেন মিরাজ।

মুজারাবানির ঝলকের মাঝে ইনিংসে নিজের প্রথম শিকার ধরেন রিচার্ড এনগারাভা। বাঁহাতি পেসারের বলে তাইজুল ইসলাম কট বিহাইন্ড হলেও মাঠের আম্পায়ার আউট দেননি, রিভিউ নিয়ে সফল হয় জিম্বাবুয়ে। ৪ উইকেটে ১৯৪ থেকে বাংলাদেশ ২১০ রানে হারায় ৬ উইকেট। শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলি টেল এন্ডারদের নিয়ে চালিয়ে যাচ্ছেন লড়াই।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

45m ago