এখনো জিম্বাবুয়েই এগিয়ে, বিশ্বাস মুজারাবানির

প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিলো জিম্বাবুয়ে। ওই পর্যায়ে ম্যাচে স্পষ্ট এগিয়ে ছিলো তারা। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ইতোমধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে ৬ উইকেট থাকায় একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা প্রবল। তবে স্বাগতিক দল ঘুরে দাঁড়ালেও নিজেদের এগিয়ে রাখছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।
সিলেট টেস্টের তৃতীয় দিনের অনেকটা সময় কেড়ে নেয় বৃষ্টি। এদিন খেলা হয় ৪৪ ওভার। আলোক স্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৯৪। ৬০ রান নিয়ে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের ৪ উইকেটের তিনটাই নিয়েছেন মুজারাবানি, তার বলে ক্যাচও হাতছাড়া হয়েছে। ১৫ ওভার বল করে ৫১ রান করা ডানহাতি পেসার অনেকবারই ভুগিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের।
প্রথম দুদিন স্পষ্টভাবে এগিয়ে ছিলো জিম্বাবুয়ে, তাদের সেই দাপট তৃতীয় দিনে কমিয়ে খেলায় ফিরে আসে বাংলাদেশ। চতুর্থ ইনিংসে যেহেতু রান তাড়ার কঠিন চ্যালেঞ্জ নিতে হবে জিম্বাবুয়েকে সেই জায়গায় বাংলাদেশ নিজেদের স্বস্তির জায়গায় দেখছে। তবে বাংলাদেশ লড়াইয়ে ফিরলেও নিজেদেরই এগিয়ে রাখার কথা বললেন মুজারাবানি, 'দিনটা আমাদের জন্য কঠিন ছিলো। বাংলাদেশ খুব ভালো লড়াই করেছে। তবে যা হয়েছে খারাপ না।'
'আমরাও ভালোভাবেই লড়াইয়ে আছি। তবে টেস্টে প্রতিটি দিনই খেলায় থাকতে হয়। আমাদের বিশ্বাস আমরাই এখনো এগিয়ে।'
বাংলাদেশ চায় জিম্বাবুয়েকে অন্তত ৩০০ রানের লক্ষ্য দিতে। জিম্বাবুয়ে চায় লক্ষ্যটা দুইশোর নিচে রাখতে। অর্থাৎ আর ৮০ রানের ভেতর বাংলাদেশের বাকি ৬ উইকেট ফেলে দেওয়ার স্বপ্ন দেখছে তারা, 'ভালো হয় লক্ষ্যটা দুইশোর নিচে রাখতে পারলে। তবে বাংলাদেশের রানের কথা না ভেবে আমাদের উইকেটের কথা ভাবা উচিত। বাংলাদেশের বাকি উইকেটগুলো নেওয়া সহজ হবে না। আমাদের অনেক বেশি নিখুঁত থাকতে হবে।'
Comments