বৃষ্টির কারণে তৃতীয় দিনের প্রথম সেশন ভেসে যাওয়ার শঙ্কা

সিলেট টেস্টের প্রথম দিনে কিছু সময়ের জন্য বাগড়া দিয়েছিল বৃষ্টি। আকাশে মেঘ থাকলেও দ্বিতীয় দিনের খেলা চলেছে নির্বিঘ্নে। তবে ফের বৃষ্টির হানায় তৃতীয় দিনের সকালে নির্ধারিত সময়ে ব্যাট-বলের লড়াই শুরু হতে পারেনি।
সারারাতই কম-বেশি বৃষ্টি ঝরেছে। সেই সঙ্গে ছিল হালকা বজ্রপাত। সেকারণে মঙ্গলবার বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে।
সকালে ঘণ্টাখানেকের জন্য বন্ধ হলেও সাড়ে নয়টার পর আবার নেমেছে বৃষ্টি। তাই কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ। ঝুম বৃষ্টি না চললেও বর্তমান পরিস্থিতি অনুসারে, প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কাই বেশি।
টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ১৯১ রানে অলআউট হয়ে যায়। জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে। ফলে সফরকারীরা ৮২ রানের ভালো একটি লিড পায়।
বাংলাদেশ আগের দিনের খেলা শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৫৭ রান করে। এখনও জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে রয়েছে তারা। ক্রিজে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয় ২৮ ও মুমিনুল হক ১৫ রানে।
দ্বিতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পরও ম্যাচ তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। ঘুরে দাঁড়িয়ে চতুর্থ ইনিংসে জিম্বাবুয়েকে ৩০০ রানের বড় লক্ষ্য দিতে চান তারা।
অন্যদিকে, জিম্বাবুয়ে কিছুটা শক্তিশালী অবস্থানে রয়েছে, এমন মন্তব্য করেন দলটির ওপেনার ব্রায়ান বেনেট। এই টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে যাওয়ার দারুণ সম্ভাবনার আশার কথাও শোনান তিনি।
Comments