আবারও বদলে গেল আইপিএল শুরুর তারিখ

tata ipl

আরও এক দফা বদলে গেল আইপিএল শুরুর তারিখ। প্রথমে এটা ছিল ১৪ মার্চ। এরপর এক সপ্তাহ পিছিয়ে তা নেওয়া হয়েছিল ২১ মার্চ। এবার নতুন সূচিতে একদিন পিছিয়ে আইপিএলের ১৮তম আসর মাঠে গড়াবে আগামী ২২ মার্চ।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল শুরুর নতুন তারিখ নির্ধারণ করেছ। আগামী এক-দুইদিনের মধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে সংস্থাটি। শুরু পিছিয়ে গেলেও ফাইনাল আগের মতোই ২৫ মেতে অনুষ্ঠিত হবে।

প্রচলিত নিয়ম অনুসারে, আইপিএলের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হয়ে থাকে আগের আসরের চ্যাম্পিয়নদের মাঠে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ২২ মার্চ উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে খেলতে নামবে শিরোপাধারী কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালও একই ভেন্যুতে হবে।

গতবারের রানার্সআপ সানরাইজার্স হায়দরবাদও নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে। ২৩ মার্চ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তারা মোকাবিলা করবে রাজস্থান রয়্যালসকে।

এবারের আইপিএলে অংশগ্রহণকারী ১০ ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠ হলো কলকাতা, হায়দরাবাদ, দিল্লি, লক্ষ্ণৌ, জয়পুর, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ ও মুল্যানপুর। এই ভেন্যুগুলোর পাশাপাশি গুয়াহাটি ও ধর্মশালায় খেলা হবে। গুয়াহাটিকে রাজস্থান ও ধর্মশালাকে পাঞ্জাব কিংস দ্বিতীয় ঘরের মাঠ হিসেবে ব্যবহার করবে।

গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয় আইপিএলের দুইদিনব্যাপি মেগা নিলাম। সেখানে নাম ছিল বাংলাদেশ দলের ১২ ক্রিকেটারের। কিন্তু শেষ পর্যন্ত বিক্রি হননি কেউই।

Comments

The Daily Star  | English
Banks to appreciate taka against US dollar

Taka weakens against US dollar again

The inter-bank exchange rate hit Tk 122.78 per US dollar today

34m ago