অপার স্বাধীনতা পেয়ে এমন দুর্বার অভিষেক
এমন না যে লক্ষ্যটা খুব কঠিন ছিলো, তবে মাঝারি লক্ষ্য একদম মামুলি হয়ে গেল অভিষেক শর্মার ঝড়ে। তার ব্যাটের ঝাঁজে কোন রকম লড়াই জমাতে পারেনি ইংল্যান্ড। ক্যারিয়ারের শুরু থেকে এমন আগ্রাসী ব্যাট করা বাঁহাতি ব্যাটার জানালেন কোচ ও অধিনায়কের ভরসাতেই এমন দুর্বার উড়তে পারছেন।
বুধবার রাতে কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের ১৩২ রান ৪৩ বল আগে পেরিয়ে ৭ উইকেটে জেতে ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
দলের হয়ে ৩৪ বলে ৫ চার, ৮ ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেন ওপেন করতে নামা অভিষেক। তরুণ এই ব্যাটার গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর ১৩ টি-টোয়েন্টি খেলে ১৮৩.০৬ স্ট্রাইকরেটে করেছেন ৩৩৫ রান, ইতোমধ্যে একটা সেঞ্চুরিও হয়ে গেছে তার।
বুধবার যদিও ২৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্পিনার বরুন চক্রবর্তী। তবে ব্যাটের ঝাঁজে শেষ দিকে সব আলো পড়ে অভিষেকের উপরই। সংবাদ সম্মেলনেও আসেন তিনি। জানান অপার স্বাধীনতা তাদের সেরা খেলাটা বের করে দিয়েছে, 'কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব আমাদের স্বাধীনতা দিয়েছেন। নিজেদের মতো করে খেলার অনুমতি দিয়েছেন। তাই আমাদের কাজটাও সহজ হয়েছে। নিজের সামর্থ্য প্রমাণ করতে চেয়েছিলাম, সেটা পেরেছি। বেশি ভাল লাগছে দলকে জেতাতে পেরে।'
'অধিনায়ক ফলাফল নিয়ে ভাবতে না বললে নতুনদের জন্য তা বড় পাওয়া। আমি সেই সুযোগ পেয়েছি। তাই যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারছি।'
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন অভিষেক। ট্রেভিস হেডের সঙ্গে আইপিএলের গত দুই আসরই মাত করেছেন তিনি। অতি আগ্রাসী ব্যাট করে বিশেষ ভঙিমায় উচ্ছ্বাস করতেন তারা। বুধবার ফিফটির পরও তা করেছেন।
Comments