শুরুর বিপর্যয় কাটিয়ে সাদমানের ফিফটি
ভেজা আউটফিল্ডের কারণে দীর্ঘ প্রতীক্ষার পর টস জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়েছিল বাংলাদেশ দল। ১০ রানের মধ্যেই পড়ে গিয়েছিলো দুই উইকেট। দিনের বাকি সময়টা এরপর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে চোয়ালবদ্ধ দৃঢ়তায় পার করেছেন সাদমান ইসলাম। একাদশে ফিরেই ফিফটি করেছেন তিনি। অবশ্য এই পথে দুবার জীবন পান তিনি, জীবন পান দিপুও।
জ্যামাইকার স্যাবাইনা পার্কে শনিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছে কেবল ৩০ ওভার। তাতে ২ উইকেটে ৬৯ রান তুলেছে বাংলাদেশ। ১০০ বলে ৫০ রান করে ক্রিজে আছেন সাদমান। ৬৩ বলে ১২ রান করে তার সঙ্গী দিপু।
টস জিতে উইকেট ব্যাট করার জন্য আদর্শ মনে করে ব্যাটিং বেছে নেন মেহেদী হাসান মিরাজ। পঞ্চম ওভারে দারুণ এক আউটস্যুইংঙ্গারে মাহমুদুল হাসান জয়কে উইকেটের পেছনে ক্যাচ বানান কেমার রোচ।
অভিজ্ঞ পেসার নিজের পরের ওভারেই তুলে নেন মুমিনুল হককে। রোচের বল ঠেকাতে গিয়েও পারেননি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। বল তার ব্যাট স্পর্শ করে জমা পড়ে কিপারের গ্লাভসে।
এরপর ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদের তিন ব্যর্থতায় মহা বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। ১৫ রান আলজারি জোসেফের বলে আলিথ আথানেজ ক্যাচ ছাড়েন সাদমানের। পরে জাস্টিন গ্রেইভসের বলে ৩৫ রানে তার ক্যাচ ফেলে দেন ক্রেইগ ব্র্যাথওয়েট।
ব্যক্তিগত ৮ রানে জেডন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান দিপুও। আবারও আথানেজ রাখতে পারেননি বল, তার থেকে গিয়ে কেভাম হজের হাতে পড়লেও তিনিও জমাতে পারেননি।
দুবার জীবন পেয়ে ৯৩ বলে ফিফটি তুলে নেনে জাকির হাসানের জায়গায় খেলতে নামা সাদমান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩০ ওভারে ৬৯/২ (জয় ৩, সাদমান ৫০*, মুমিনুল ০, শাহাদাত ১২*; রোচ ২/২০, সিলস ০/২২, শামার জোসেফ ০/১০, আলজারি জোসেফ ০/১৩, গ্রেভস ০/১১, হজ ৯/০, ব্র্যাথওয়েট ০/০)
Comments