ভারতের বিপক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্মিথ

ছবি: এএফপি

নিতিশ কুমার রেড্ডির বলে ড্রাইভ করে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন স্টিভেন স্মিথ। ছন্দে ফেরা অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ডানহাতি ব্যাটার সেই সঙ্গে পৌঁছে গেলেন চূড়ায়। টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন এককভাবে তিনি।

শুক্রবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে তিন অঙ্কের স্বাদ নেন স্মিথ। ১৬৭ বলে সেঞ্চুরি ছোঁয়ার পর তিনি মেরেকেটে খেলেন। শেষমেশ আউট হন ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে। ১৯৭ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ১৩ চার ও ৩ ছক্কা। সাদা পোশাকের ক্রিকেটে স্মিথের এটি ৩৪তম সেঞ্চুরি।

টেস্টে ভারতের বিপক্ষে ৪৩ ইনিংসে স্মিথের এটি একাদশ সেঞ্চুরি। এই সংস্করণে যা দলটির বিপক্ষে কোনো ব্যাটারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। দুইয়ে থাকা ইংল্যান্ডের জো রুট ৫৫ ইনিংসে করেছেন ১০টি সেঞ্চুরি। আটটি করে সেঞ্চুরি আছে ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স (৩০ ইনিংস) ও ভিভ রিচার্ডস (৪১ ইনিংস) এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের (৫১ ইনিংস)।

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে স্মিথ সেঞ্চুরি করলেন পরপর দুই টেস্টে। ব্রিসবেনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড তার প্রিয় মাঠেরই একটি। লাল বলের সংস্করণে সেখানে পঞ্চম সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি।

প্রথম দিন শেষে ৬৮ রানে অপরাজিত থাকা স্মিথের নৈপুণ্যেই এদিন বিশাল পুঁজি পেয়েছে স্বাগতিক অজিরা। দিনের দ্বিতীয় সেশনে তাদের প্রথম ইনিংস থামে ৪৭৪ রানে। আগের দিনের ৬ উইকেটে ৩১১ রান নিয়ে খেলতে নেমেছিল তারা। স্মিথের সঙ্গে প্যাট কামিন্সের সপ্তম উইকেট জুটিতে আসে ১১২ রান। সেখানে অস্ট্রেলিয়ার অধিনায়কের অবদান ৬৩ বলে ৪৯ রান।

নবম ব্যাটার হিসেবে স্মিথ আউট হন অদ্ভুত কায়দায়। পেসার আকাশ দীপের বলে ক্রিজে ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে চেয়েছিলেন। বল তার ব্যাটে লেগে প্যাডের নিচের অংশ ছুঁয়ে মাটিতে কয়েকটি ড্রপ খেয়ে আঘাত করে স্টাম্পে। তাকিয়ে থাকতে থাকতে নিজের বোল্ড হওয়া দেখেন স্মিথ।

ভারতের পক্ষে ৯৯ রানে ৪ উইকেট নেন তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার ঝুলিতে যায় ৭৮ রানে ৩ উইকেট। ২ উইকেট শিকার করতে আকাশের খরচা ৯৪ রান। বাকি উইকেটটি পান ৪৯ রান দেওয়া অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

21m ago