অ্যান্টিগা টেস্টের চা বিরতি পর্যন্ত

রোচকে ফিরিয়ে হাসান রেকর্ড জুটি ভাঙার পর গ্রিভসের সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

২৮৯ বলে ১৪০ রানের জুটি। টেস্টে বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি রেকর্ড। কেমার রোচকে বোল্ড করে সেটা ভাঙলেন পেসার হাসান মাহমুদ। তবে বাংলাদেশকে হতাশায় পোড়াতে থাকা জাস্টিন গ্রিভস তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার ব্যাটে চড়ে ইতোমধ্যে বড় পুঁজি পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

শনিবার অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১৩৯ ওভারে ৮ উইকেটে ৪১৫ রান। ছয়ে নামা গ্রিভস নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১৯৫ বলে ১০৯ রানে খেলছেন। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিচ্ছেন। ধৈর্যের পরিচয় দিয়ে কোনো ঝুঁকি নেননি তিনি। ১৮১ বলে সেঞ্চুরিতে পৌঁছানো ডানহাতি ব্যাটারের ইনিংসে চার মাত্র চারটি, নেই কোনো ছক্কা। তার সঙ্গী জেডেন সিলস অপরাজিত আছেন ১২ বলে ১ রানে।

গ্রিভস ও রোচ মিলে মাটি কামড়ানো ব্যাটিংয়ে ভেঙে দিলেন ২৩ বছরের পুরনো রেকর্ড। টেস্টে অষ্টম উইকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ জুটির রেকর্ড এতদিন ছিল জিম্বাবুয়ের হিথ স্ট্রিক ও ট্রাভিস ফ্রেন্ডের। ২০০১ সালে ঢাকায় সপ্তম উইকেটের পতনের পর ১০৮ রান যোগ করেছিলেন তারা।

দিনের দুটি সেশনই ভীষণ হতাশার কাটল বাংলাদেশের জন্য। মধ্যাহ্ন বিরতির আগে ২৬ ওভারে ৮৬ রান যোগ করা ওয়েস্ট ইন্ডিজ পরে ৭৯ রান তোলে ২৯ ওভারে। প্রথম সেশনের শুরুতে জশুয়া ডা সিলভা ও আলজারি জোসেফের বিদায়ের পর আরেকটি উইকেটের দেখা পেতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে টাইগারদের। দ্বিতীয় সেশনে রোচকে ফিরিয়ে কেবল একবারই উল্লাস করেছে তারা। প্রতিবারই উইকেটশিকারির নাম হাসান। 

আগের দিন মিকাইল লুই ও আলিক আথানেজ নড়বড়ে নব্বইয়ে কাটা পড়েছিলেন। সেই ভুলের পুনরাবৃত্তি করেননি মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা গ্রিভস। ১০ মাস পর সাদা পোশাকে সুযোগ পেয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বাউন্ডারি মেরে তিন অঙ্কে পৌঁছে যান তিনি। এর আগে নয়ে নামা রোচ বোল্ড হন হাসানের চমৎকার ডেলিভারিতে। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে উপড়ে যায় স্টাম্প।

৮৩তম টেস্ট খেলতে নামা অভিজ্ঞ পেসার রোচ পান ক্যারিয়ারের সর্বোচ্চ  ইনিংসের স্বাদ। ১৪৪ বলে দুটি চারের সাহায্যে করেন ৪৭ রান। প্রথম টেস্ট ফিফটির আশা জাগালেও অল্পের জন্য তা পূরণ করতে পারেননি তিনি। তবে মূল দায়িত্বটা তিনি ঠিকঠাক পালন করেছেন গ্রিভসের সঙ্গে বড় জুটি গড়ে। ২৬১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা ক্যারিবিয়ানদের চারশ ছাড়ানো পুঁজিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

Comments

The Daily Star  | English
Bangladesh garment exports face US tariff hike

Can Bangladesh retain its foothold in US market?

As Bangladesh races against a July 9 deadline to secure a lower tariff regime with the United States, the stakes could not be higher.

16h ago