বাংলাদেশকে হারিয়ে তলানিতে থেকে উপরে উঠতে চায় ওয়েস্ট ইন্ডিজ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশের থেকে খারাপ অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। ৯ ম্যাচ খেলে স্রেফ ১ জয়ে তাদের অবস্থান টেবিলের তলানিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে ঘরের মাঠেও হেরেছে তারা। তবে বাংলাদেশের বিপক্ষে পরিস্থিতি বদলাতে চায় দলটি। কোচ আন্দ্রে কোলে আশাবাদী বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানে যাওয়ার আগে মোমেন্টাম পাবেন তারা। তাতে উত্তরণ হবে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানেরও।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে আর চার টেস্ট বাকি ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের বাকি এই দুই টেস্টই। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে খেলার পর পাকিস্তান সফরে দুই টেস্ট খেলে চক্র পূরণ করবে ক্যারিবিয়ানরা। টেবিলের ৯ থেকে উপরে উঠার সুযোগ তাই তাদের আছে।
ওয়েস্ট ইন্ডিজের লাল বলের কোচ বুধবার সংবাদ সম্মেলনে এই সিরিজে নিজেদের ফিরে পাওয়ার আশায় আছেন, 'এটা খুব গুরুত্বপূর্ণ (সিরিজ জেতা)। দক্ষিণ আফ্রিকা সিরিজে খুব কাছাকাছি গিয়ে আমরা হেরেছি। এখন আমাদের সুযোগ বাংলাদেশের বিপক্ষে।'
'জানুয়ারিতে পাকিস্তানে টেস্ট সিরিজের আগে ঘরের মাঠে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে এই চারটা টেস্টই আছে আমাদের বাকি। এখানে আমাদের ভালো করতে হবে। পাকিস্তানে যাওয়ার আগে মোমেন্টাম পেতে হবে।'
শুক্রবার অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট, ৩০ নভেম্বর পরের টেস্ট জ্যামাইকায়। এই দুই ভেন্যুতে আগেও বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ২০২০ সালে বাংলাদেশে এসেও জেতার অভিজ্ঞতা আছে তাদের।
ক্রেইগ ব্র্যাথওয়েট, কেমার রোচ, আলজারি জোসেফদের মতন অভিজ্ঞদের পাশাপাশি দলে আছেন শামার জোফেসের মতন নতুনরা। ক্যারিবিয়ান কোচ মনে করেন অভিজ্ঞ ও তরুণদের মিশেলে দলীয় শক্তিতে উজ্জীবিত হয়ে খেলতে পারবেন তারা, 'বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আমাদের আছে। দেশে ও দেশের বাইরে সফলতা আছে, সিরিজ জেতার অভিজ্ঞতা আছে। এছাড়া কিছু নতুন খেলোয়াড়ও আছে যারা আগে বাংলাদেশের বিপক্ষে খেলেনি।'
'সিনিয়র খেলোয়াড় ও তরুণ খেলোয়াড়দের মিশ্রণটা খুব জরুরি। তাদের দেখাতে হবে দল হিসেবে আমরা কতটা সামর্থ্যবান।'
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে প্রথম টেস্ট।
Comments