২০ রানের ঘাটতি হলেও ‘ছেলেরা ভালো ব্যাট করেছে’, বলছেন সালাউদ্দিন

Mohammad Salahuddin
মিরপুরে মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: ফিরোজ আহমেদ

সেন্ট কিটসে ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে তিনশো ছুঁইছুঁই পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে সিরিজে পড়েছে ব্যাকফুটে। দলের পুঁজি উইকেটের ধরণ অনুযায়ী ২০ রান কম ছিলো বলে স্বীকার করলেও তাতে ব্যাটারদের দায় দিচ্ছেন না সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

রোববার প্রথম ম্যাচে আগে ব্যাটিং নিয়ে ২৯৪ রান করে বাংলাদেশ। শেরফাইন রাদারফোর্ডের সেঞ্চুরি আর শেই হোপের ৮০ ছাড়ানো ইনিংসে ভর করে ১৪ বল আগেই ৫ উইকেটে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ৬ বছর ও টানা ১১ ওয়ানডের পর জয় তুলে সিরিজে এগিয়ে যায় তারা।

সেদিন সেন্ট কিটসের উইকেট দেখা মনে হয়েছে এখানে অন্তত ৩৩০ রানের পুঁজি দরকার ছিলো। না হওয়ায় চাপে পড়েনি স্বাগতিক দল। বাংলাদেশের তিনশো ছাড়ানো পুঁজি না পাওয়ার পেছনে মাঝের ওভারের মন্থর ব্যাটিং, বিশেষ করে ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজের শ্লথ খেলা একটা বড় কারণ।

তবে দ্বিতীয় ওয়ানডের আগে এসব সামনে আনতে চাইলেন না সালাউদ্দিন। বিসিবির পাঠানো ভিডিওতে এই কোচ জানালেন, ব্যাটাররা সেদিন উইকেটের ধরন বুঝেই খেলেছেন,  'বললেই কোন উন্নতি হয়ে যাবে তা তো না। কিন্তু কাল যেভাবে ব্যাট করেছে আমি মনে করি ছেলেরা পরিকল্পনা অনুযায়ী ভালো ব্যাট করেছে। হয়ত ২০ রান কম ছিলো এই উইকেটের জন্য। হয়ত একটা-দুইটা ওভারে এক রান, দুই রান হয়ে গেছে, ওই দুই ওভার যদি কাজে লাগাতাম তাহলে আরও ২০টা রান করতে পারতাম। ২০টা রান বেশি করতে পারলে আরও চাপটা বেশি দিতে পারতাম। কিন্তু ছেলেরা যেভাবে ব্যাট করেছে, উইকেটের ধরন অনুযায়ী ভালো ব্যাট করেছে। আমার মনে হয় এই উইকেটে এভাবেই ব্যাট করা উচিত।'

'যারা ৬০ করেছে, সেটা যদি ৯০ হতো। তাহলে পেছনের দিকে ব্যাটারদের জন্য আরও সুবিধা হতো। ছোট ছোট কিছু ভুল ছিল আমি বলতে চাইব না।'

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় ম্যাচে নামবেন মিরাজরা। সিরিজ বাঁচাতে এই ম্যাচ জেতার বিকল্প নেই। প্রতিপক্ষকে সম্মান দিয়েও সিরিজে ফেরার আশা সালাউদ্দিনের, 'গতকাল ক্লোজ ম্যাচ ছিলো। ক্লোজ ম্যাচ যখনই থাকে বুঝতে হয় জয়-পরাজয়ের ব্যবধান খুব কম। যে জায়গা ভুল করেছি সেখানে যদি উন্নতি করতে পারি ফিরতে পারব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল, আমাদের আরও ভালো পরিকল্পনা করে মাঠে আসতে হবে।'

Comments

The Daily Star  | English
Motorcycle sales in the last 6 years

Motorcycle sales hit five-year low

Interestingly, the premium motorcycle segment bucked the trend, showing significant growth in 2024.

12h ago