ওয়েস্ট ইন্ডিজে এবার পাকিস্তানের মতন স্বপ্নের সিরিজের প্রত্যাশায় রাজ্জাক
গত অগাস্ট মাসে পাকিস্তান সফরে বাংলাদেশ দলের উপর তেমন একটা প্রত্যাশা কেউ রাখেনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পাকিস্তানের মাঠে পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করে দেয় নাজমুল হোসেন শান্তর দল। কন্ডিশন বিচারে ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভীষণ কঠিন হলেও স্বপ্নের মতন একই ফল প্রত্যাশা করছেন নির্বাচন আব্দুর রাজ্জাক।
পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ দলের সময়টা ভালো যাচ্ছে না। এরপর ভারতে গিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসে দল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টেও পাত্তা পাননি শান্তরা। এরপর সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আফগানিস্তানের কাছেও ওয়ানডে সিরিজ হেরেছেন তারা।
একের পর এক হারে অগাস্ট মাসে পাকিস্তান সফরের মধুর স্মৃতিটাই এখন ফিকে। তবে ওয়েস্ট ইন্ডিজে ফের ভালো সময়টা ফেরাতে চায় বাংলাদেশ।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে এমন কথাই বললেন রাজ্জাক, 'ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমাদের প্রত্যাশা বললে তো ভালো প্রত্যাশাই থাকবে। অবশ্যই টেস্ট ম্যাচ জেতার চিন্তা, শুরু অন্তত করতে পারি টেস্ট ম্যাচ জিতব বলে। সব সময় যে ক্লিক করে সেটা না। আমি আশা করব প্রত্যেকটা বিভাগ জ্বলে উঠবে। যেমন পাকিস্তানে স্বপ্নের মতন টেস্ট সিরিজ খেলেছি। আমি আশা করব ওয়েস্ট ইন্ডিজে ওভাবেই খেলে দেশে ফিরব বিশেষ করে টেস্ট সিরিজ।'
২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট হবে জ্যামাইকায়। অ্যান্টিগা ও জ্যামাইকা দুইটাই পেস বান্ধব বাড়তি বাউন্সের গতিময় উইকেট। সেখানে বাংলাদেশের রেকর্ডও ভালো না। ক্যারিয়ান পেসারদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। এই সিরিজে বাংলাদেশ আবার পাচ্ছে না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক শান্তকে। রাজ্জাকদের প্রত্যাশা মেহেদী হসান মিরাজরা কতটা পূরণ করতে পারেন দেখার বিষয়।
Comments