বৃষ্টি বিরতির পর বাংলাদেশের বোলারদের দারুণ প্রস্তুতি, মুরাদের হ্যাটট্রিক

Hasan Murad

প্রথম দিনের শেষ বিকেলে ক্রেইগ ব্র্যাথওয়েটকে তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিনের শুরুটা ভাসিয়ে নেয় বৃষ্টি। লম্বা বিরতির পর যতটুকু খেলা হয়েছে তাতে একচ্ছত্র প্রাধান্য বাংলাদেশের বোলারদের। তারমধ্যে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ হ্যাটট্রিক করে ঝলক দেখিয়েছেন।

কোল্ডরিজ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বোলারদের বেশ জুতসই প্রস্তুতিই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ সফরকারী বোলারদের সামনে খাবি খেয়ে ২৭.৪ ওভারে ৮৭ রান তুলে হারিয়েছে ৯ উইকেট। স্বাগতিক দল ৯ উইকেট হারানোর পর পরই শেষ হয়ে যায় প্রস্তুতি ম্যাচ। 

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। মাত্র ১.৪ ওভার বল করে ১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পর পর তিন বলে নেওয়া তার উইকেটগুলো যদিও টেল এন্ডারদের।

নিজের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলে ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ করেন বাঁহাতি ব্যাটার ন্যাথান এডওয়ার্ডকে। তৃতীয় বলে আরেক বাঁহাতি নাভিন বাইদাসিকেও একই রকম ডেলিভারিতে করেন বোল্ড। চতুর্থ বলে ডানহাতি চাইম হোল্ডার এলবিডব্লিউ হলে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন তিনি।

এর আগে দলের শক্ত অবস্থান তৈরি করে দেন তিন পেসার।  হাসান মাহমুদ ১৫ রানে নেন ২ উইকেট। তাসকিন আহমেদ ২১ রান দিয়ে পান ২ উইকেট। ১২ রানে ১ উইকেট নেন শরিফুল ইসলাম।

তরুণ গতি তারকা নাহিদ রানা ৭ ওভার বল করলেও ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১ ওভার বল করে ১  রান ১ উইকেট নিয়েছেন। আরেক বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ছিলেন উইকেটশূন্য।

দুদিনের এই প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রান তুলে বাংলাদেশ। টপ অর্ডার রান না পেলেও মিডল অর্ডারে দেখা যায় আস্থার ছবি। রান আসে লিটন দাস, জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে।

২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। তার আগে দুদিনের এই প্রস্তুতি ম্যাচটা খুব একটা মন্দ বলা যায় না বাংলাদেশের জন্য।

Comments

The Daily Star  | English

Govt forms new Election Commission

The new EC will be led by former secretary AMM Nasir Uddin

19m ago