বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত, উদ্বোধনী ম্যাচ বরিশাল-রাজশাহীর

ছবি: বিসিবি

প্রকাশিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের পূর্ণাঙ্গ সূচি। এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

মঙ্গলবার বিপিএলের ১১তম আসরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও সাতটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। তারা হলো ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস, সিলেট স্ট্রাইকার্স, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।

আগামী ৩০ ডিসেম্বর শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএল। উদ্বোধনী ম্যাচে ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বরিশাল ও রাজশাহী। দিনের পরের লড়াইয়ে একই ভেন্যুতে পরস্পরকে মোকাবিলা করবে রংপুর ও ঢাকা।

ছবি: বিসিবি

মোট চারটি পর্বে ভাগ করা হয়েছে এবারের বিপিএলকে। প্রতি দুই দিন পর থাকবে একদিন করে বিরতি। ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি ঢাকায় হবে প্রথম পর্ব, হবে আটটি ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় পর্ব ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত, হবে ১২টি ম্যাচ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত, হবে ১২টি ম্যাচ। এরপর ঢাকায় ফিরবে বিপিএল। চতুর্থ ও শেষ পর্ব হবে ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত, হবে ১৪টি ম্যাচ।

লিগ পর্যায় চলবে ৩০ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর অনুষ্ঠিত হবে নকআউট পর্যায়। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ৫ ফেব্রুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। নকআউটের সবগুলো ম্যাচ হবে শেরে বাংলা স্টেডিয়ামে। রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে।

সব মিলিয়ে বিপিএলে অনুষ্ঠিত হবে ৪৬টি ম্যাচ। লিগ পর্যায়ে প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ম্যাচ দুপুর ১টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে। তবে শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টা এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে।

Comments

The Daily Star  | English

Manmohan Singh passes away at 92

Former Indian prime minister Manmohan Singh, the architect of India's economic reforms, passed away in New Delhi last night. He was 92.

1h ago