বিপিএল: সাকিব চট্টগ্রামে, তামিম-মুশফিক থাকছেন বরিশালে

shakib al hasan
ফাইল ছবি

অনেক অনিশ্চয়তার পর অবশেষে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর এগারোতম আসর। সোমবার রাজধানীর একটি হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগে ধরে রাখা ও সরাসরি দলে নেওয়া খেলোয়াড়দের তালিকা বিসিবির কাছে জমা দিয়েছে দলগুলো।

এবার বিপিএলে আগের আসরের একাধিক দল অংশ নিচ্ছে না। গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল থাকছে এবারও। দলটি জানিয়েছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ধরে রাখছে তারা। এছাড়া তাওহিদ হৃদয়কে সরাসরি চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে।

গত আসরে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি ছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার বিতর্কিতভাবে বাদ দেওয়া হয়েছে দলটিকে। আনা হয়েছে ২০১৩ সালে অংশ নেওয়া চিটাগাং কিংস নামের ফ্যাঞ্চাইজি, যাদের কাছে মোটা অঙ্কের টাকা পাওনা বিসিবির। এই দলটি সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সাকিব আল হাসান ও শরিফুল ইসলামকে।

ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমানকে। আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী এনামুল হক বিজয় ও আন্তর্জাতিক ক্রিকেট না খেলা জিসান আলমকে দলে নিয়েছে।

সিলেটের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স বিস্ময়করভাবে মাশরাফি বিন মর্তুজাকে ছেড়ে দিয়েছে। তারা ধরে রেখেছে জাকির হাসান ও তানজিম হাসান সাকিবকে। তবে ড্রাফট থেকে তারা মাশরাফিকে দলে নেবে বলে জানা গেছে। এছাড়া কিপার ব্যাটার জাকের আলি অনিনকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে স্ট্রাইকার্স।

রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে ধরে রেখে মোহাম্মদ সাইফুদ্দিনকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। খুলনা টাইগার্স সরাসরি চুক্তিতে নিয়েছে মেহেদী হাসান মিরাজকে। আর ধরে রেখেছে আফিফ হোসেন ও নাসুম আহমেদকে।

ড্রাফটের নিয়ম অনুযায়ী আগের আসরের স্কোয়াডের দুজন স্থানীয় খেলোয়াড় ধরে রাখতে পারে দলগুলো। এছাড়া সরাসরি চুক্তিতে নিতে পারে একজনকে। আর নতুন আসা দলগুলো দুজন স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নিতে পারে।

প্লেয়ার্স ড্রাফটের সবকিছু চূড়ান্ত হয়ে গেলেও বিপিএল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি। এমনকি অংশ নেওয়া সাত দলের নাম বিভিন্ন সূত্রে জানা গেলেও বিসিবি বিবৃতি দেয়নি এখনো। বিপিএল গর্ভনিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান, সদস্য সচিবের নামও জানানো হয়নি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেই সব দেখভাল করছেন। 

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

58m ago