বাংলাদেশ সফরে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন পেসার নান্দ্রে বার্গার। এবার আরও একটি দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। বাম হাতের কনুইয়ে চোট পেয়েছেন অধিনায়ক ও ব্যাটার টেম্বা বাভুমা। এতে প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম টেস্টে মাঠে নামতে না পারলেও দলের সঙ্গে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবেন তিনি। চোট থেকে সেরে উঠতে তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে বাংলাদেশেই। গত শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কনুইয়ে আঘাত পান তিনি। প্রথম টেস্টে তাই নেতৃত্ব দিতে দেখা যাবে তারকা ব্যাটার এইডেন মার্করামকে।

বাভুমার 'কভার' হিসেবে ডাকা হয়েছে তরুণ ডেওয়াল্ড ব্রেভিসকে। দক্ষিণ আফ্রিকার জার্সিতে এখন পর্যন্ত কেবল দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বার্গারের শূন্যস্থান পূরণ করতে প্রোটিয়া শিবিরে যোগ দেবেন পেসার লুঙ্গি এনগিডি। আইরিশদের বিপক্ষে সবশেষ সিরিজে তিনটি ম্যাচই খেলেন তিনি।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে আগামী ২১ অক্টোবর প্রথম টেস্ট শুরু হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর ২৯ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট। প্রায় তিন সপ্তাহের সফর শেষে দক্ষিণ আফ্রিকা দেশে ফিরে যাবে ৩ অক্টোবর।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত মোট ১৪ টেস্ট খেলেছে বাংলাদেশ। তাদের অর্জন কেবল বিরূপ আবহাওয়ার কল্যাণে পাওয়া দুটি ড্র। বাকি সব টেস্টেই হেরেছে তারা।

দক্ষিণ আফ্রিকার পরিবর্তিত টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক, দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকি, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক, প্রথম টেস্ট), ভিয়ান মুল্ডার, সেনুরান মুতুসামি, ডেন প্যাটারসন, ডেন পিট, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

2h ago