কানপুর টেস্ট

বাংলাদেশ-ভারত দুই দলের একাদশেই বদলের আভাস

Taijul Islam
একাদশে আসতে পারেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ছবি: বিসিবি

চেন্নাইতে খেলা হয়েছিলো লাল মাটির উইকেটে। যেখানে বাউন্স বেশি, উইকেটে রসদ ছিলো পেসারদের। এখন পর্যন্ত যা খবর তাতে কানপুর টেস্টের জন্য প্রস্তুত করা হয়েছে কালোমাটির উইকেট। যেটাতে থাকছে নিচু বাউন্স আর স্পিনারদের সহায়তা। এই বাস্তবতায় দ্বিতীয় টেস্টের একাদশে দুই দলেই বদল আসার আভাস প্রবল।

শুক্রবার কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে বাংলাদেশ ও ভারত। চেন্নাইতে ২৮০ রানে জিতে সিরিজে এগিয়ে যাওয়া ভারত কানপুরে জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চাইবে। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য সিরিজ বাঁচানোর।

চেন্নাইতে দুই দলের সমন্বয়ই একইরকম ছিলো। তিন পেসারের সঙ্গে খেলেছিলেন দুই স্পিনার। কানপুরে কন্ডিশনের কারণেই বদল আসতে যাচ্ছে বলে সূত্রের বরাতে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

ভারত একজন পেসার কমালে স্বাভাবিকভাবেই বাদ পড়ার সম্ভাবনা বেশি আকাশ দীপের। অনভিজ্ঞ এই পেসার অবশ্য চেন্নাইতে প্রথম ইনিংসে ভালো করেছিলেন। তবে জাসপ্রিট বুমরাহ আর মোহাম্মদ সিরিজ থাকাতে তিনি তৃতীয় পছন্দ। আকাশের জায়গায় কুলদীপ যাদব নাকি অক্ষর প্যাটেলকে খেলাবে ভারত এই নিয়ে প্রশ্ন আছে। কানপুরে এমনিতে অক্ষরের রেকর্ড ভালো। তবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার থাকায় দুজন বাঁহাতি ফিঙ্গার স্পিনার খেলানো ম্যাচ-আপের জন্য আদর্শ না। সেক্ষেত্রে বাঁহাতি রিষ্ট স্পিনার কুলদীপ বিবেচনায় আসতে পারেন। কারণ তার বল বাঁহাতি ব্যাটারদের জন্য বেরিয়ে যাবে।

বাংলাদেশ তিন পেসারের জায়গায় কাকে বসাবে তা অবশ্য নিশ্চিত নয়। তবে তরুণ নাহিদ রানাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা প্রবল। গতিময় এই পেসার পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের পর ভারতে আরেক টেস্ট খেললেন। টানা তিন টেস্ট খেলায় তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ও আছে।

নাহিদের জায়গায় তাইজুল ইসলাম আসতে পারেন একাদশে। অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের ঝুলিতে আছে ১৯৫ উইকেট। স্পিন সহায়ক উইকেটে তিনি বরাবরই ভীষণ কার্যকর।

বাংলাদেশের একাদশে ওপেনিং স্লটেও প্রশ্ন আছে। সাদমান ইসলাম ও জাকির হাসানের মধ্যে একজনকে বসিয়ে মাহমুদুল হাসান জয়কে সুযোগ দেওয়া যায় কিনা এই আলোচনা আছে। এমনিতে প্রথম সাত ব্যাটারের পাঁচজন বাঁহাতি হওয়ায় প্রতিপক্ষের জন্য ম্যাচ-আপের সুবিধা বেশি। তবে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ডানহাতি বলে কাউকে একাদশে আনার পক্ষে মত দেননি।।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশভি জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, রিশভ পান্ত, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রিট বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

Comments

The Daily Star  | English
Graft allegations against Benazir Ahmed

Interpol issues red notice against ex-IGP Benazir

Authorities have so far submitted red notices requests against 12 individuals, including several high-ranking officials of the AL regime

31m ago