হাসানের অনন্য অর্জনের দিনে ভারত থামল ৩৭৬ রানে
আগের দিনই ইতিহাস গড়ার সামনে ছিলেন হাসান মাহমুদ। তবে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বীরত্বপূর্ণ জুটিতে তার অপেক্ষা দীর্ঘ হচ্ছিল। দ্বিতীয় দিনের প্রথম ঘন্টার ঠিক পর পর ভারতের ইনিংস মুড়ে ভারতের মাঠে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ উইকেট শিকার করলেন ডানহাতি পেসার।
৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে নেমে এদিন বেশি দূর এগুতে পারেনি ভারত। বাকি ৪ উইকেট নিয়ে তারা টিকতে পারে ১১.২ ওভার, যোগ করে ৩৭ রান। এদিনের ৪ উইকেটের তিনটা নেন তাসকিন আহমেদ, বাকি একটা নিয়ে পাঁচ উইকেট পুরো করেন হাসান। ৮৩ রানে তিনি নেন পাঁচ উইকেট। রাওয়ালপিন্ডিতে ঠিক আগের টেস্টে পাকিস্তানের বিপক্ষেও ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
ভারতের মাঠে টেস্টে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এমন অর্জন ধরা দিল তার। হাসানের অর্জনের দিনে ৩৭৬ রানে অলআউট ভারত। সেঞ্চুরিয়ান অশ্বিন এদিন আর ১১ রান যোগ করে ফেরেন ১১৩ রানে। জাদেজা কোন রান যোগ করতে পারেননি। ৮৬ রান করে তাসকিনের বেরিয়ে যাওয়া বলে দেন কিপারের গ্লাভসে ক্যাচ।
আকাশ দীপ ১৭ রানের ক্যামিও খেলে ধরা দেন তাসকিনের হাতে। তাসকিনের বলে স্লগ করতে গিয়ে থামেন অশ্বিন। জাসপ্রিট বুমরাহকে স্লিপে ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট শিকার ধরার আনন্দে ভাসেন হাসান।
Comments