টেস্ট অভিষেকের বছরেই বাংলাদেশের পেসারদের মধ্যে চূড়ায় হাসান
টেস্ট অভিষেকের বছরেই বল হাতে আলো ছড়িয়ে দারুণ একটি রেকর্ডের মালিক হলেন হাসান মাহমুদ। এই সংস্করণে বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের কীর্তি গড়লেন তিনি।
শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে চূড়ায় ওঠেন ২৫ বছর বয়সী ডানহাতি পেসার। দিনের প্রথম ওভারেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন তিনি। তার ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়ে যান জশুয়া ডা সিলভা। ক্যারিবিয়ান ব্যাটার রিভিউ নিলেও আম্পায়ার্স কল হওয়ায় কাজ হয়নি। এই শিকার ধরে নতুন রেকর্ডের মালিক হন হাসান।
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে টেস্ট অভিষেক হয় হাসানের। চলতি বছর এই সংস্করণে এটি ছিল ২৪তম উইকেট। ১৬ বছরের কীর্তি ভেঙে তিনি পেছনে ফেলেন শাহাদাত হোসেনকে। ২০০৮ সালে ৯ টেস্টের ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছিলেন শাহাদাত।
আক্রমণে ফিরে আবার ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে আঘাত করেন হাসান। দিনের শুরুতে দ্রুত উইকেট আদায়ের লক্ষ্য পূরণ হয় সফরকারীদের। চার হজমের পরই প্রতিশোধ নিয়ে আলজারি জোসেফকে বিদায় করেন হাসান। গালিতে দারুণ তৎপরতায় ক্যাচ লুফে নেন জাকির হাসান।
২০২৪ সালে ৮ টেস্টের ১৩ ইনিংসে হাসানের উইকেট হলো ২৫টি। শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ৬, পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ৮, ভারতের বিপক্ষে দুই টেস্টে ৬ ও দক্ষিণ আফ্রিকার দুই টেস্টে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে এক পঞ্জিকাবর্ষে অন্তত ২০ উইকেট নেওয়ার রেকর্ড আছে আর দুজনের। ইবাদত হোসেন ২০২২ সালে ৮ টেস্টের ১৪ ইনিংসে ২১ উইকেট ও সৈয়দ খালেদ আহমেদ ২০২২ সালে ৮ টেস্টের ১৫ ইনিংসে ২০ উইকেট শিকার করেছিলেন।
Comments