বাংলাদেশকে বিধ্বস্ত করার ম্যাচে যত রেকর্ড ভারতের

Sanju Samson &  Suryakumar Yadav

২০ ওভারে ২৯৭ রানের রেকর্ড পুঁজি গড়ে বাংলাদেশকে ১৩৩ রানে বিধ্বস্ত করে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। এই ম্যাচে সূর্যকুমার যাদবের দল গড়েছে অনেকগুলো বৈশ্বিক রেকর্ড।

২৯৭)  সঞ্জু স্যামসনের ৪৭ বলে ১১১, সূর্যকুমার যাদবের ৩৫ বলে ৭৫ রানে ২৯৭ রানের পুঁজি গড়ে রেকর্ডে নাম উঠিয়েছে ভারত। কারণ  টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এটিই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের পুঁজির রেকর্ড। এর আগের রেকর্ড ছিলো আফগানিস্তানের ২৭৮ রান, আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে দেরাদুনে করেছিল তারা। টি-টোয়েন্টিতে সব মিলিয়ে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড নেপালের। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল নেপাল।

২৩২) ২৯৭ রান করার পথে ২৩২ রানই বাউন্ডারি থেকে নিয়েছেন ভারতের ব্যাটাররা। স্বীকৃত টি-টোয়েন্টিতে যেকোনো দলের বাউন্ডারি থেকে নেওয়া সর্বোচ্চ রান এটিই। এর আগের সর্বোচ্চ ছিলো অন্দ্র প্রদেশের। ভারতের ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের বিপক্ষে ২১৬ রান বাউন্ডারি থেকে নিয়েছিলো অন্ধ্র। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাউন্ডারি থেকে এর আগে সর্বোচ্চ রান নিয়েছিল নেপাল। মঙ্গোলিয়ার বিপক্ষে ২১২ রান তারা নিয়েছিল চার-ছয় থেকে।

৪৭) বাংলাদেশের বোলারদের নাজেহাল করে ৪৭টি বাউন্ডারি মেরেছে ভারত। এরমধ্যে আছে ২৫ চার ও ২২ ছক্কা। পুরুষদের টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ। এর আগে তুরস্কের বিপক্ষে চেক প্রজাতন্ত্র ২০১৯ সালে মারতে পেরেছিল ৪৩টি বাউন্ডারি।

১৮) একটি টি-টোয়েন্টি ম্যাচে ১৮ ওভার ওভারপ্রতি দশের উপর রান নিতে পেরেছে ভারত। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড।

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

1h ago