পাঁচ নয়, তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে চলছিল অনিশ্চয়তা। সেটা দূর হয়ে গেছে। তবে কমে গেছে ম্যাচের সংখ্যা। পাঁচ ম্যাচের নয়, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন সিরিজটি আয়োজনের কথা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ম্যাচের সবকটি অনুষ্ঠিত হবে লাহোরে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির মধ্যে দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফর করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দলের মধ্যে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে লাহোরে। সফরটি চূড়ান্ত করার জন্য পিসিবি চেয়ারম্যান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতির প্রতি।'

গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে লম্বা বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান নাকভি ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। দুই পক্ষের মধ্যকার বৈঠক ফলপ্রসূ হওয়ায় সিরিজটি আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিসিবির গণমাধ্যম বিভাগের কর্মকর্তা শাফকাত সাব্বির দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, শিগগিরই ম্যাচগুলোর দিনক্ষণ ঘোষণা করা হবে। আর বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ২৪ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল এবং ২৭ মে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে আরব আমিরাতে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। শুরুতে দুটি ম্যাচ হওয়ার কথা থাকলেও দুই দেশের বোর্ডের সম্মতিক্রমে একটি ম্যাচ বেড়েছে। আগামীকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। সিরিজে চলছে ১-১ ব্যবধানে সমতা।

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

8h ago