দ্বিতীয় টেস্টের স্কোয়াডে শক্তি বাড়াল পাকিস্তান

লেগ স্পিনার আবরার আহমেদ

স্কোয়াডে কোন বিশেষজ্ঞ স্পিনার না নিয়েই প্রথম টেস্ট খেলতে নেমেছিল পাকিস্তান। ম্যাচে স্পিনারের অভাবও টের পেয়েছে তারা। বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারার পর এই সিদ্ধান্তে সাবেকদের সমালোচনায় পড়ে দলটি। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে তাই লেগ স্পিনার আবরার আহমেদকে যুক্ত করেছে তারা।

আবরার ছাড়াও ব্যাটার কামরান গুলাম ও পেস অলরাউন্ডার আমির জামালকেও স্কোয়াডে নিয়েছে তারা।  আবরার ও কামরান শুরু থেকেই স্কোয়াডে ছিলেন, তবে প্রথম টেস্টের আগে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে ম্যাচের জন্য তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের যুক্ত করা হলেও বর্তমান স্কোয়াডের কাউকে বাদ দেওয়া হয়নি।

আমির জামালকে ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছিলো। তাকে আবার ফেরানো হয়েছে। তবে তার খেলা নির্ভর করছে ফিটনেসের উপর।

পিসিবি জানিয়েছে, প্রথম টেস্টের পর স্কোয়াড ছেড়ে ছুটিতে গিয়েছিলেন পেসার শাহিন আফ্রিদি। তিনি মঙ্গলবার সন্ধ্যায় আবার ফিরে এসেছেন।

৩০ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতেই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজে ১-০ ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকায় পাকিস্তানের এককভাবে সিরিজ জেতার আর সুযোগ নেই, দ্বিতীয় টেস্ট জিতলে তারা সমতায় ফিরতে পারে।

দ্বিতীয় টেস্টের পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবরার আহমেদ, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি।

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago