অধিনায়কত্বের জন্য খেলি না: শাহিন
শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করেও খুব বেশি দিন এই পদে রাখেনি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের খানিক আগে তাকে সরিয়ে ফের বাবর আজমকে দেওয়া হয় দায়িত্ব। এই নিয়ে প্রবল বিতর্কের ঝড় উঠলেও এতদিন মুখ বন্ধ ছিলো শাহিনের। এবার এই ব্যাপারে নিজের মত জানিয়েছেন তিনি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সব সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে যান বাবর। তার জায়গায় শান মাসুদকে টেস্ট ও শাহিনকে দেওয়া হয়েছিলো টি-টোয়েন্টির দায়িত্ব। ওয়ানডে রাখা হয়েছিলো ফাঁকা। শাহিনের নেতৃত্ব নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের একটি সিরিজও খেলে পাকিস্তান।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শাহিনকে সরিয়ে ফের বাবর টি-টোয়েন্টি ও ওয়ানডের দায়িত্ব দেয়া হয়। শাহিনকে সহ-অধিনায়ক করা হলেও তিনি তা গ্রহণ করেননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের নেতৃত্বে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে পাকিস্তান। সমালোচনা তৈরি হয় নতুন করে। এবার বিশ্বকাপের বেশ কদিন পর শাহিন জানালেন তিনি থাকতে চান বর্তমান নিয়ে, 'আমার জন্য পাকিস্তান আগে। তারপর দল, তারপর আমি নিজে। আমি অতীতে বাস করি না, আমি বর্তমানে থাকি।'
'আমি ভবিষ্যৎ নিয়েও চিন্তা করি না কারণ যদি আপনি বর্তমানে ভালো থাকেন তাহলে আগামীতেও থাকবেন। আমাকে অধিনায়কত্ব দেওয়া হোক বা কেড়ে নেওয়া হোক, এগুলো আমার নিয়ন্ত্রণে নেই। আমি এসবের জন্য ক্রিকেট খেলি না।।'
সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সের দিক থেকে পাকিস্তানের সেরা পেসার জানান তার মূল ফোকাসের জায়গা পাকিস্তানের ক্রিকেট, আর সব কিছু গৌণ, 'আমি ক্রিকেট খেলি পাকিস্তানকে সেবা করার জন্য। আমি খেলি সম্মানের জন্য, পাকিস্তানকে বেশি জেতানোর জন্য।'
'আমি নেতিবাচক প্রতিবেদন দেখি না। যদি এসব দেখতে থাকি পারফর্ম করব কীভাবে? আমার অভিপ্রায় থাকে সব সময় দলের জন্য লড়াই করা। '
Comments