‘আমি এখনও জানি না দলগুলো কী কী’, বিপিএল নিয়ে শাহিন

Shaheen Afridi & Faheem Ashraf
স্বদেশী ফাহিম আশরাফের সঙ্গে মিরপুরে ফরচুন বরিশালের অনুশীলনে পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। ছবি: ফরচুন বরিশাল

বিপিএলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন শুরু থেকেই। নির্দিষ্ট ব্র্যান্ড ভেল্যু তৈরি করতে না পারা, টুর্নামেন্টের দুদিন আগে অনুশীলনের তোড়জোড় মিলে অগোছালো অবস্থা প্রতি বছরের চিত্র। এবার নতুনত্বের কথা বলা হলেও এসব জায়গায় কোন বদল হয়নি। টুর্নামেন্টের দুদিন আগে বেশিরভাগ দলই অধিনায়কত্ব চূড়ান্ত করতে পারেনি । ফরচুন বরিশালের হয়ে খেলতে আসা শাহিন আফ্রিদি বলছেন, অধিনায়ক কারা সেটা জানা দূরে থাক কোন, কোন দল খেলছে সেটাও তিনি জানেন না।

চলতি বছরের শুরুতে হওয়া বিপিএলের আগের আসরে খেলা দলগুলো থেকে এবার বদল আছে একাধিক। সবচেয়ে সফল কুমিল্লা ভিক্টোরিয়ান্সসহ আগের আসরের তিনটা ফ্র্যাঞ্চাইজি এবার নেই। প্রতি আসরে এত বদল যে, বাংলাদেশের সাধারণ ক্রিকেট-প্রেমীদের জন্যও নাম মনে রাখা কঠিন।

এবার সাত দলের বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল, রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। এর বাইরে খেলা শুরুর দুদিন আগ পর্যন্তও অধিনায়কত্ব নিয়ে কোন সিদ্ধান্ত জানাতে পারেনি সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী, ঢাকা ডমিনেটর্স ও চিটাগং কিংস।

বিপিএলে নামার আগে প্রতিপক্ষ নিয়ে কোন ধারণা না থাকার কথা অকপটে বললেন পাকিস্তানি পেস তারকা,  'আমার দলে তো তামিম ভাই অধিনায়ক। আমি মাত্র গত রাতে এখানে এসেছি। আমি জানি না, কোন দলের অধিনায়ক কে। এমনকি আমি এখনও জানি না দলগুলো কী কী। আমি শুধু আমার দলের হয়ে খেলার কথা জানি এবং তামিম আমাদের অধিনায়ক।'

 

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago