টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়াটসনের সম্ভাব্য সেরা পাঁচ ক্রিকেটার

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরাদের সেরা হতে পারেন এমন পাঁচ তারকা বেছে নিয়েছেন শেন ওয়াটসন। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্যাখ্যাও করে দিয়েছেন তার পছন্দের যুক্তি।
Suryakumar Yadav and babar azam

ব্যাট হাতে কারা তুলবেন ঝড়, বোলিংয়ে কে গড়ে দেবেন ব্যবধান। টুর্নামেন্ট সেরার লড়াইয়ে থাকবেন কারা? আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরাদের সেরা হতে পারেন এমন পাঁচ তারকা বেছে নিয়েছেন শেন ওয়াটসন। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্যাখ্যাও করে দিয়েছেন তার পছন্দের যুক্তি।

আইসিসি রিভিউতে সানজানা গানেশানের সঙ্গে আলোচনায় ওয়াটসন বেছে নেন পাকিস্তানের বাবর আজম, ভারতের সূর্যকুমার যাদব, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের জস বাটলার ও পাকিস্তানের শাহিন আফ্রিদিকে।

নিজের পছন্দের যুক্তিগুলো যেভাবে ব্যাখ্যা করেছেন তিনি

বাবর আজম

প্রথমেই আমি বাবর আজমকে বেছে নিব। সেই এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান। সে জানে কীভাবে প্রভাব বিস্তার করতে হয়।'

'আমার মনে হয় না তাকে বাছতে কোন ঝুঁকি আছে, সে অবিশ্বাস্য দ্রুতগতিতে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে খেলতে পারে।'

'অস্ট্রেলিয়ার কন্ডিশনে সে ভাল করবে। তার টেকনিক অস্ট্রেলিয়ার কন্ডিশনের জন্য জুতসই।'

সূর্যকুমার যাদব

'দুই নম্বর হচ্ছে সূর্যকুমার যাদব। সে অবিশ্বাস ভাল ব্যাট করে। সেই আমার দুই নম্বর পছন্দ।'

'কিন্তু লোকেশ রাহুল যদি অস্ট্রেলিয়ায় বিস্ফোরক কিছু করে বসে তাহলে অবাক হবো না, কারণ অস্ট্রেলিয়ার মাঠে তার ডমিনেট করার অভিজ্ঞতা আছে।'

David Warner

ডেভিড ওয়ার্নার

'তিন নম্বর হচ্ছে ডেভিড ওয়ার্নার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সে টুর্নামেন্ট সেরা হয়েছে। অস্ট্রেলিয়াকে জিতিয়েছে। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ খেলেছে।'

'ঘরের মাঠে বিশ্বকাপের জন্য সে প্রস্তুত। নিজের ভান্ডার থেকে অনেক স্ফুলিঙ্গ বের করতে পারে।'

Jos Buttler

জস বাটলার

'চার নম্বরে আমি জস বাটলারকে বাছব। আইপিএলের লম্বা একটা সময় তাকে কেউ আউটই করতে পারছিল না।'

'চারটা সেঞ্চুরি করেছে। এর আগে কেবল তা করতে পেরেছে বিরাট কোহলি।'

'সে যখন ছন্দে থাকে, সে চূড়ায় উঠে যায়। তাকে আউট করা অসম্ভব হয়ে দাঁড়ায়। সে সেরা বোলারকেও যেকোনো দিকে মারতে পারে।'

'সে অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভাল জানে। সে বিগ ব্যাশ খেলেছে কয়েক বছর। আমি তার সঙ্গে সিডনি থান্ডারে খেলেছি। কাজেই জস বাটলার প্রভাব বিস্তার করবে।'

Shaheen Afridi
ফাইল ছবি

শাহিন আফ্রিদি

'শেষ জন হচ্ছে শাহিন আফ্রিদি। তার উইকেট নেওয়ার ক্ষমতা বিশেষ।'

'আমরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার সামর্থ্য দেখেছি। নতুন বলে কীভাবে সে সেরা ব্যাটারদের কাবু করে ফেলে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে সে প্রভাব বিস্তার না করলে আমি খুব অবাক হবো। কারণ উইকেটে গতি ও বাউন্স থাকবে, স্যুইং হবে।'

'আমার ছোট উদ্বেগের জায়গা হচ্ছে সে শুরুতে উইকেট নিতে না পারলে ঝামেলায় পড়বে। কিন্তু আমি নিশ্চিত সে এসব কাটিয়ে উঠবে। আমি অবাক হবো যদি সে পারফর্ম না করতে পারে।'

Comments