অর্ধেক খেলার পরই বিব্রত হয়ে পড়েন পন্টিং

ricky ponting

টি-টোয়েন্টিতে এক দল যখন ২৭২ রান করে ফেলে ম্যাচ আসলে ওখানেই শেষ। হয়েছেও তাই। কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের পাহাড়ে চড়ার পর আর জবাব দিতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ম্যাচ হেরেছে ১০৬ রানে। দিল্লির কোচ রিকি পন্টিং বলছেন কলকাতার ইনিংসের পরই নিজেদের পারফরম্যান্সে চরম বিব্রত হয়ে পড়েন তিনি।

বুধবার রাতে বিশাখাপত্তমে সুনিল নারাইন, অঙ্কক্রিশ রাজবংশি, আন্দ্রে রাসেলদের তাণ্ডবে ২৭২ করে কলকাতা দিল্লিকে আটকে রাখে ১৬৬ রানে। একপেশে লড়াইয়ে পন্টিংয়ের দল হয় বিধ্বস্ত।

নারাইন-রাজবংশির জুটির সময় দিল্লিকে মনে হয়েছে অসহায়। উইকেটের চারপাশ দিয়ে ইচ্ছে মতন বল পিটিয়েছেন তারা। পরে রাসেল, রিংকু সিং নেমেও আনরিক নরকিয়াদের উড়িয়েছেন চার-ছক্কায়।

পন্টিং জানান অর্ধেক ম্যাচের পরই তাই পরিস্থিতি আঁচ করে বিব্রত হয়ে পড়তে হয় তাকে, 'পর্যালোচনা করা কঠিন এখন। আসলে প্রথম অর্ধের পরই আমি প্রচণ্ড বিব্রত হয়ে পড়েছিলাম। এত রান দেওয়া… আমরা ১৭টা ওয়াইড (আসলে ১৫ ওয়াইড আর ১ নো বল) বল করেছি। দুই ঘণ্টার মতন আমাদের বল করতে হয়েছে। আমরা দুই ওভার পেছনে ছিলাম এজন্য শেষ দুই ওভারে বাউন্ডারিতে একজন ফিল্ডার কম রাখতে হয়েছে।'

আইপিএলে এবার ৪ ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে দিল্লি। দ্রুতই লড়াইয়ে ফেরার তাগিদ অনুভব করছেন দিল্লি কোচ,   'ম্যাচে অনেক কিছু হয়েছে যা অগ্রহণযোগ্য, যেটা দল হিসেবে দ্রুতই আমাদের সমাধান করে সামনে লড়াইয়ে থাকতে হবে। ড্রেসিংরুমে একটা ভালো আলোচনা হবে আশা করি।'

Comments

The Daily Star  | English

5 killed as train hits auto-rickshaw in Cumilla

The accident took place when the Chattogram-bound Chattala Express train hit a battery-run auto-rickshaw in Kalikapur area

18m ago