আবারও সাদা বলে পাকিস্তানের অধিনায়ক বাবর

Babar Azam
ফাইল ছবি

বিশ্বকাপ ব্যর্থতার পর সব সংস্করণের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। তার বদলে টেস্টে শান মাসুদ আর টি-টোয়েন্টিতে শাহীন আফ্রিদিকে নেতৃত্ব দিয়েছিল পাকিস্তান। ওয়ানডে সংস্করণ রাখা হয়েছিলো ফাঁকা। চার মাসের মাথায় বদলে গেল চিত্র। শানকে টেস্টে রেখে বাবরকেই সাদা বলের নেতৃত্বে ফিরিয়েছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের এক্স পোস্টের বিবৃতিতে জানায়, 'বিসিবির নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশ ক্রমে বাবর আজমকে সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি। '

বাবরের বদলে টেস্টে শানের নেতৃত্বের মুন্সিয়ানায় ভরসা মিললেও সাদা বলে দেখা যাচ্ছিল নড়বড়ে অবস্থা। পেসার শাহীনের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয় পাকিস্তান। শাহীনের নেতৃত্বও হয় প্রশ্নবিদ্ধ।

শাহীনের শ্বশুর সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদিও নিজের জামাতার নেতৃত্বের সমালোচনা করেন। শাহীন নেতৃত্ব দেওয়ার মতন নয় বলে মন্তব্য করেন তিনি।

বিশ্বকাপের পর ওয়াহাব রিয়াজের নেতৃত্ব নতুন নির্বাচক কমিটি করে পিসিবি। সর্বশেষ পিএসএলের পর ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমিরদের মতন অভিজ্ঞদের ফেরানোর আভাসও দেখা যায়।

ওয়াহাবদের সুপারিশের ভিত্তিতেই এবার বাবরকে ফিরিয়ে দেওয়া হলো সাদা বলের অধিনায়কত্ব।

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

1h ago