চট্টগ্রাম টেস্ট

হতাশার আরেক সেশন, চারশো ছাড়িয়ে শ্রীলঙ্কা

Dhananjaya de Silva
ধনঞ্জয়া ডি সিলভা। ছবি: ফিরোজ আহমেদ

প্রথম দিনের মতন চিত্রটা প্রায় একই। শ্রীলঙ্কার অনায়াসে ছুটে চলার মাঝে বাংলাদেশের গড়পড়তা বোলিং। রানে ভরা উইকেটের ফায়দা পুরোপুরি কাজে লাগিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনও নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

রোববার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ  ৫ উইকেটে ৪১১ রান। আগের দিনের ৪ উইকেটে ৩১৪ রান নিয়ে নেমে এদিন প্রথম সেশনে  ১ উইকেট হারিয়ে ২৮ ওভারে তারা যোগ করেছে আরও ৯৭  রান।

সিলেটে দুই ইনিংসেই সেঞ্চুরি করা দুই ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা আর কামিন্দু মেন্ডিস ক্রিজে আছেন। ধনঞ্জয়া খেলছেন  ৭০  রান নিয়ে, কামিন্দুর সংগ্রহ ১৭  রান। জুটিতে এসে গেছে ৩৬।

এখন পর্যন্ত দিনের একমাত্র সাফল্য পান সাকিব আল হাসান। ফিফটি করে বড় কিছুর দিকে ছুটতে থাকা দীনেশ চান্দিমালকে ফেরান তিনি।

আউট হওয়ার আগ পর্যন্ত চান্দিমালও ছিলেন সাবলীল। আগের দিনের বিকেলের জুটি দ্বিতীয় দিন সকালেও জমে যায় চান্দিমাল-ধনঞ্জয়ার। অনায়াসে রান বাড়াতে থাকেন তারা।

মেঘলা আকাশ দেখে সকালে পেসারদের দিয়ে চেষ্টা চালান শান্ত, লাভ হয়নি। প্রথম ঘন্টায় বিন্দুমাত্র ভুগতে দেখা যায়নি তাদের। পঞ্চাশ পেরিয়ে জুটি এগুচ্ছিল শতরানের দিকে।

টানা বল করতে থাকা অভিজ্ঞ সাকিব দ্বিতীয় ঘন্টায় এসে পান সাফল্য। ফিফটি করে জমে যাওয়া চান্দিমালকে টার্ন ও বাউন্সে পরাস্ত করেন তিনি। সাকিবের বল নামিয়ে কাট করতে গিয়ে লিটনের গ্লাভসে জমা পড়েন ১০৪ বলে ৫৯ করা চান্দিমাল। পঞ্চম উইকেটে ভাঙে ৮৬ রানের জুটি। ৩৭৫ রানে ৫ম উইকেট হারায় সফরকারীরা।

প্রতিটি উইকেটেই জুটির ধারাবাহিকতা রাখে শ্রীলঙ্কা। চান্দিমালের বিদায় তাই ধাক্কা হয়ে আসেনি। পরিস্থিতি অনায়াসে সামলে নেন কামিন্দু-ধনঞ্জয়া। বিশেষ করে লঙ্কান অধিনায়ককে মনে হয়েছে ধীর-স্থির, খেলছেন পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে।

Comments

The Daily Star  | English

Kuet students set fire to symbolic VC chair

The ongoing protests stem from a clash between two student groups on February 18

40m ago