গতি দিয়ে টেস্ট আঙিনায় নাহিদ রানা

Nahid Rana
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকে টেস্ট ক্যাপ নেন নাহিদ রানা। ছবি: ফিরোজ আহমেদ

গতি আর বাউন্স দিয়ে প্রতিপক্ষকে ভড়কে দিতে চান নাহিদ রানা। তরুণ এই পেসার টেস্ট দলে ডাক পাওয়ার প্রতিক্রিয়ায় বলেছিলেন এমনটা। সিলেটে এসে দলের দুই দিনের অনুশীলনে দারুণ গতি আর আগ্রাসন দিয়ে জয় করেন কোচের মন। ২১ পেরুনো চাঁপাইনবাবগঞ্জের পেসারকে একদম টেস্টে নামিয়ে দিতে তাই দ্বিধা করেনি বাংলাদেশ দল।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ১০৩তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে নাহিদের। অধিনায়ক নাজমুল হোসেন শান্তই তার হাতে তুলে দেন কাঙ্খিত টেস্ট ক্যাপ।

নাহিদের প্রথম শ্রেণীর অভিজ্ঞতা অতটা সমৃদ্ধ নয়। ১৫ টেস্টে স্রেফ ২১.৯২ গড়ে নিয়েছেন ৬৩ উইকেট। ছোট্ট ক্যারিয়ারেই পাঁচ উইকেট নিয়েছেন ৩ বার। জাতীয় লিগ দিয়ে আলো কাড়ার পর গত বিপিএলে নজর কাড়েন নাহিদ।

ঘন্টায় প্রায় ১৫০ কিলোমিটার ছুঁইছুঁই গতি তোলে সাড়া ফেলে দেন দীর্ঘকায় পেসার। ইবাদত হোসেন, তাসকিন আহমেদদের অনুপস্থিতিতে তাকে টেস্ট স্কোয়াডে নিয়ে নেয় বাংলাদেশ দল। সিলেটে এসে দুই দিনের অনুশীলনে নিজের সামর্থ্যের প্রমাণ কোচের কাছে দেন নাহিদ।  নেটে বাড়তি বাউন্স, গতি দিয়ে একাদশের দাবি জানিয়ে রাখেন ডানহাতি পেসার।

১৮ বছর বয়েসে প্রথম ক্রিকেট বলে খেলা শুরু করেন নাহিদ। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে লড়ে ক্রিকেট খেলার তীব্র তাড়না থেকে ধাপে ধাপে এগুতে থাকেন তিনি। বয়সভিত্তিক ধাপ, জাতীয় লিগ, এইচপি পেরিয়ে খুঁজে নেন নিজের চলার পথ।

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে ঘাসের ছোঁয়া থাকা উইকেটে অভিষেক হলো নাহিদের। তার সামনে নিজেকে মেলে ধরার দারুণ সুযোগ।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rises 30% in July

Migrants sent home $2.47 billion in the first month of the current fiscal year

5h ago