গতি আর বাউন্সে ডানা মেলতে চান নাহিদ রানা
পরিবার থেকে চাপ ছিলো লেখাপড়ার, নাহিদ রানার আগ্রহ ছিলো মাঠে। শেষ পর্যন্ত তার ইচ্ছারই জয় হয়েছে। ১৮ বছর বয়েসে প্রথম ক্রিকেট বল হাতে নেওয়া চাঁপাইনবাবগঞ্জের নাহিদ ২১ পেরিয়ে ঠাঁই করে নিলেন টেস্ট দলে। নির্বাচকদের মতে তিনি বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার। নাহিদও সেই শক্তির জায়গা ধরেই ডানা মেলতে চান আন্তর্জাতিক ক্রিকেটে।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সবচেয়ে বড় চমক চাহিদের অন্তর্ভুক্তি। ইবাদত হোসেন চোটে থাকা, তাসকিন আহমেদের টেস্ট না খেলার বাস্তবতায় নাহিদকে করে দেয় সুযোগ।
এবার বিপিএলে ঘণ্টায় ১৪৯ কিলোমিটার গতি তোলে সবার নজর কাড়েন নাহিদ। বাংলাদেশের একজন পেসার প্রায় দেড়শো কিলোমিটার গতিতে বল করছেন, এ যেন বিস্ময়কর। বিপিএলের সময়েই নানান জনের কাছে জাতীয় দলের কাছে দ্রুতই খেলার আভাস পান।
দ্য ডেইলি স্টারকে জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীসের কাছে টেস্ট দলে ডাক পাওয়ার খবরটা পেয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে, 'জাতীয় দলে ডাক পেয়ে খুব ভালো লাগছে। যেকোনো খেলোয়াড়ই জাতীয় দলের খেলার স্বপ্ন দেখে। আমারও ব্যতিক্রম না, আলহামদুলিল্লাহ ভালো লাগছে।'
প্রথম শ্রেণীতে তিনি ম্যাচ খেলেছেন ১৫টি। তাতেই মাত্র ২১.৯২ গড়ে নিয়ে ফেলেছেন ৬৩ উইকেট। গতি আর বাউন্সে মেশানো আগ্রাসী মনোভাব টেস্টে সুযোগ পেলেও রাখতে চান নাহিদ, 'জোরে বল করতে চাই। লাইন লেন্থ ঠিক রেখতে চাই। এছাড়া আমার আরেকটা শক্তির জায়গা হলো বাউন্সার দেয়া। সেই চেষ্টা থাকবে।'
দীর্ঘকায় পেসারের শারীরিক গড়ন পেস বোলারদের জন্য আদর্শ। সহজাত সুবিধা তাই তিনি পেয়েই যান। তবে গতি ধরে রাখতে ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করতে হয়, ঠিক রাখতে হয় খাদ্যভাস, 'এটা (গতি) আমার সহজাতভাবে আসে। আমি সেভাবে নিজেকে প্রস্তুত করি, ফিটনেস ভালো রাখি৷ জোর বল করার চেষ্টা করি, সেভাবেই হয়ে যায়।'
পরিবার একসময় চাইত সহজ পথের জীবন। পড়ালেখা করে কিছু একটা করবেন। এসএসসি পাস করলে খেলতে দেওয়া শর্তে পরিবারকে রাজী করার। খেলার তাড়না তাকে নিয়ে এসেছে এতদূর। এবার পরিবারও তার অর্জনে গর্বিত, 'পরিবার চাইত লেখাপড়া করি। আমার খেলায় আগ্রহ ছিলো। নিজে থেকেই খেলতাম৷ প্রথম ক্রিকেট বল খেলি ১৮ বছর বয়সে। পরিবার বলল এসএসসি পাস করতে পারলে খেলতে দেবে, সেই কথা মতো খেলার অনুমতি পেলাম। জাতীয় দলে ডাক পাওয়ায় পরিবারের সবাই এখন খুশি, গর্বিত। চাঁপাইনবাবগঞ্জেই আমার শুরু। প্রথমে বয়সভিত্তিক ধাপ৷ পরে জাতীয় লিগ, বিপিএল খেলতাম। এইচপিতেও ছিলাম।'
সিলেটে শুক্রবার থেকে শুরু হওয়া প্রথম টেস্টে নাহিদের অভিষেক হলে অবাক হওয়ার থাকবে না কিছুই।
Comments