শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

Najmul Hossain Shanto
ছবি: ফিরোজ আহমেদ

শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ 

টানটান উত্তাপে ভরা প্রথম টি-টোয়েন্টিতে তীরে এসে তরি ডুবলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে নাগালের মধ্যে আটকে রাখার পর রান তাড়ায় দারুণ শুরু আনেন লিটন দাস ও সৌম্য সরকার। পরে তা টেনে নিয়ে ম্যাচ শেষ করেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। ১১ বল আগেই ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা আনল বাংলাদেশ। ২০১৮ সালের পর টি-টোয়েন্টি ম্যাচে হারালো শ্রীলঙ্কাকে। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ:   ১৮.১ ওভারে ১৭০/২  (লিটন ৩৬, সৌম্য ২৬, শান্ত ৫৩* , হৃদয় ৩২* ; ম্যাথিউস ০/২২, মাধুশঙ্কা ০/৩৪, বিনুরা ০/২২ , থিকসেনা ০/৩৫, পাথিরানা ২/২৮, শানাকা ০/১৯)

শ্রীলঙ্কা:  ২০ ওভারে ১৬৫/৫ (আভিশকা ০, কুশল ৩৬, কামিন্দু ৩৭, সাদেরা ৭, চারিথা ২৮ , ম্যাথিউস ৩২ , শানাকা ২০; শরিফুল ০/২০ , তাসকিন ১/৩৮ , শেখ মেহেদী ১/৩৯, মোস্তাফিজ ১/৪২, রিশাদ ০/২১, সৌম্য ১/৫)

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

শান্ত-হৃদয়ের ব্যাটে লক্ষ্যের দিকে এগুচ্ছে বাংলাদেশ

দুই ওপেনারের দারুণ শুরু পর ইনিংসে জোড়া ধাক্কা লাগলেও পরিস্থিতি সামাল দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। থিতু হয়ে গেছেন দুজনই। রানের চাপ বেশি না থাকায় খেলছেন সাবলীলভাবে। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২৩। ম্যাচ জিততে ৩৬ বলে চাই ৪৩ রান। শান্ত-হৃদয় জুটিতে যোগ হয়েছে ২৯ বলে ৩৯ রান। 

Litton Das
লিটন দাসের হতাশা। ছবি: ফিরোজ আহমেদ

লিটনকেও থামালেন পাথিরানা

শুরু থেকেও মাঝ ব্যাটে বলের সংযোগ করাতে পারছিলেন লিটন দাস, খেলছিলেন ঝলমলে ইনিংস। সৌম্য সরকারকে নিয়ে পাওয়ার প্লেতে ওভারপ্রতি ১০ রান করে নিয়ে আসেন তিনি। আগ্রাসী শুরুর পর ইনিংসটা বড় করতে পারলেন না বাংলাদেশের ওপেনার। ২৪ বলে ৩৬ রান করে পাথিরানার বলে বিদায় নেন তিনি। শর্ট বলে পুল করতে গিয়ে টাইমিং করতে পারেননি, ৫ চার, ১ ছয়ে থামেন সহজ ক্যাচে। 

সৌম্যকে এবার ফেরালেন পাথিরানা 

বিতর্কিত সিদ্ধান্তে বেঁচে গেলেও সুযোগটা খুব একটা কাজে লাগাতে পারলেন না সৌম্য সরকার। মাথিশা পাথিরানার বলে পুল করে টাইমিং গড়বড় করলেন, সহজ ক্যাচে বিদায় নিলেন ২২ বলে ২৬ রান করে। ৬৮ রানে প্রথম উইকেট হারালো শ্রীলঙ্কা। এর আগে ১৪ রানে রিভিউ নিয়ে রক্ষা পান তিনি।

Litton Das
লিটন দাসের শট। ছবি: ফিরোজ আহমেদ

লিটন-সৌম্যের দারুণ শুরু

শ্রীলঙ্কাকে নাগালের মধ্যে আটকে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারের ব্যাটে পাওয়ার প্লে কাজে লেগেছে পুরোপুরি। প্রথম ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৬৩ রান করেছে স্বাগতিকরা। 

রিভিউ নিয়ে বাঁচলেন সৌম্য 

রিপ্লে দেখে আউট ভেবে হাঁটা ধরেছিলেন সৌম্য সরকার। বাউন্ডারি লাইনের কাছ থেকে ফিরেছেন আম্পায়ারের নট আউট সিদ্ধান্তে।  প্রথম তিন ওভারে দারুণ শুরুর পর চতুর্থ ওভারে বিনুরা ফার্নেন্দোর বলে পুল করতে গিয়ে পরাস্ত হন সৌম্য। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার শরফুদৌল্লাহ সৈকত। দ্রুতই রিভিউ নেন সৌম্য। রিপ্লেতে দেখা যায় বল সৌম্যের ব্যাট পার হয়ে যাওয়ার পর আল্ট্রা এজে আছে স্পাইক। সৌম্যও তা দেখে ভেবেছিলেন তিনি আউট। কিন্তু টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল স্টাম্প মাইকে জানান, স্পাইক দেখা গেলেও বল-ব্যাটের মধ্যে আছে গ্যাপ। সুতরাং নট আউট। ১৪ রানে জীবন পান সৌম্য। 

 

শ্রীলঙ্কাকে নাগালের মধ্যে আটকে রাখল বাংলাদেশ

উইকেট আগের ম্যাচের মতই ব্যাটিং সহায়ক। আগের ম্যাচে লঙ্কানরা দুইশো ছাড়ালেও এবার তাদের অনেক আগেই আটকে আটকে রাখতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল। টস হেরে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা ৫ উইকেটে করেছেন  

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা:  ২০ ওভারে ১৬৫/৫ (আভিশকা ০, কুশল ৩৬, কামিন্দু ৩৭, সাদেরা ৭, চারিথা ২৮ , ম্যাথিউস ৩২ , শানাকা ২০; শরিফুল ০/২০ , তাসকিন ১/৩৮ , শেখ মেহেদী ১/৩৯, মোস্তাফিজ ১/৪২, রিশাদ ০/২১, সৌম্য ১/৫)

ঝড় তোলা আসালাঙ্কাকে ফেরালেন শেখ মেহেদী
শেখ মেহেদীর শেষ ওভারে দুই ছক্কা মেরে বিস্ফোরক ইনিংসের আভাস দিচ্ছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথা আসালাঙ্কা। তবে বেশিদূর এগুনো হয়নি তার। তিন ছক্কায় ১৪ বলে ২৮ করে বিদায় নিয়েছেন তিনি। মেহেদীর বলে সরে গিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান বাঁহাতি ব্যাটার। ১১২ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। 

সাদেরার উইকেট নিলেন মোস্তাফিজ 

আগের ম্যাচে ফিফটি করেছিলেন সাদেরা সামারাবিক্রমা। এদিন আর নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ১১ বলে ৭ রান করা ডানহাতি ব্যাটার মোস্তাফিজুর  রহমানের কাটারে তার হাতেই ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন। ৯২ রানে ৪ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। 

রান আউটে কামিন্দুকে ফেরালো বাংলাদেশ 
দুর্দান্ত ব্যাট করছিলেন কামিন্দু মেন্ডিস। সৌম্য সরকারের বলে কুশল মেন্ডিস আউট হওয়ার পর তার ব্যাটেই ভরসা খুঁজছিল শ্রীলঙ্কা। তবে রিশাদ হোসেনকে ছক্কা মারার পর সিঙ্গেল নিতে গিয়ে সাদেরা সামারাবিক্রমার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন তিনি। ৭৭ রানে ৩ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ২৭ বলে ৩৭ করে ফিরেছেন কামিন্দু। 

Soumya Sarkar
ছবি: ফিরোজ আহমেদ

কুশলকে আউট করে জুটি ভাঙলেন সৌম্য
নিয়মিত বোলারদের দিয়ে কাজ হচ্ছিলো না। ডানা মেলে ছুটছিলেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। এই দুজনের জুটি ভাঙতে নবম ওভারে সৌম্য সরকারের হাতে বল তুলে দেন নাজমুল হোসেন শান্ত। এই মুভ কাজে লেগেছে দারুণভাবে। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন ২২ বলে ৩৬ করা কুশল। ৬৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে ৪২ বলে ৬৬ আসার পর ধাক্কা খেয়েছে তারা। 

Taskin Ahmed
ছবি: ফিরোজ আহমেদ

তাসকিনের আঘাতের পর কুশল-কামিন্দুর ব্যাটে এগুচ্ছে শ্রীলঙ্কা
তাসকিন আহমেদের দ্বিতীয় ওভারেই আভিশকা ফার্নেন্দোকে হারিয়েছিলো শ্রীলঙ্কা। তবে এরপর দলের হাল ধরেছেন অভিজ্ঞ কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। দুজনের জুটি ছাড়িয়েছে অর্ধশত। পাওয়ার প্লেতে ৪৯ তুলেছেন তারা। ৮ ওভারে লঙ্কানদের রান ৬৪, এই জুটির রান ৬৩। 

পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার ৪৯ রান

প্রথম ওভারে কোন রানই করতে পারেনি শ্রীলঙ্কা। প্রথম ৩ ওভারে তাদের স্কোরবোর্ডে ছিলো কেবল ৮ রান, পড়েছিল ১ উইকেট। পাওয়ার প্লের বাকি তিন ওভার ঠিকই কাজে লাগিয়ে ফেলল তারা। প্রথম ৬ ওভার শেষে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৪৯। 

শুরুতেই উইকেট নিলেন তাসকিন

শরিফুল ইসলামের প্রথম ওভারে কোন রান নিতে পারলেন না আভিশকা ফার্নেন্দো। তাসকিন আহমেদের পরের ওভারে স্ট্রাইক পেয়ে সামলাতে পারলেন না চাপ। বড় শট খেলতে গিয়ে ক্যাচ উঠিয়ে বিদায় নেন পাথুম নিশানকার বদলে সুযোগ পাওয়া এই ওপেনার। ১ রানে প্রথম উইকেট হারালো শ্রীলঙ্কা। 
 

Toss
ছবি: ফিরোজ আহমেদ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বোলিংয়ে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতলেও ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচেও টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে আবারও প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছেন তিনি।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিং বেছে নেওয়ার কারণ হিসেবে শুরুর মুভমেন্টের সুবিধা নেওয়ার কথা জানান বাংলাদেশ অধিনায়ক। এই ম্যাচে বাংলাদেশ খেলাচ্ছে আগের ম্যাচের একাদশই।

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক চারিথা আসালাঙ্কা বলেছেন টস জিতলে তিনিও আগে বোলিং বেছে নিতেন। কারণ এই উইকেটে পড়ে বল করা বেশ কঠিন, প্রচুর শিশির পড়ায় পরে ব্যাটারদের খেলা সুবিধাজনক।

এই ম্যাচে শ্রীলঙ্কা একটা বদল এনেছে তাদের একাদশে। আকিলা ধনঞ্জয়ার জায়গায় একাদশে এসেছেন পেসার দিলশান মাধুশঙ্কা।

শ্রীলঙ্কা একাদশ:  আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস,দাসুন শানাকা, মাহেশ থিকসেনা, দিলশান মাধুশঙ্কা, বিনুরা ফার্নেন্দো, মাথিশা পাথিরা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

জাকের আলি অনিকের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ের পরও শ্রীলঙ্কার কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারতে হয় বাংলাদেশকে। নাজমুল হোসেন শান্ত দলের কাছে দ্বিতীয় ম্যাচ তাই সিরিজের প্রেক্ষিতে বাঁচা-মরার লড়াই। 

Comments

The Daily Star  | English
explanations sought from banks for unusual USD rates

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

3h ago