উইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াডে ফিরলেন তাসকিন-শরিফুল, নেই মুশফিক

Taskin Ahmed & Shoriful Islam
শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে চোটের কারণে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চলতি মাসের শেষদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা। আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে অ্যান্টিগায়। জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর।

শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটকিপিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিক। সেকারণে বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। এবার উইন্ডিজ সফরের টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না তার। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ। জায়গা হয়নি অফ স্পিনার নাঈম হাসানের।

প্রোটিয়াদের বিপক্ষে ঢাকায় প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও টাইগারদের দ্বিতীয় টেস্টের দলে ছিলেন না তাসকিন। এই ডানহাতি পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার পাশাপাশি ফিরেছেন শরিফুল। এই বাঁহাতি পেসার সবশেষ খেলেছিলেন পাকিস্তান সফরের টেস্ট সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না তিনি। এর আগে ভারত সফরেও টেস্ট স্কোয়াডের অংশ ছিলেন না শরিফুল।

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ব্যাটিংয়ের সময় মাথায় বল লেগে ছিটকে গিয়েছিলেন জাকের আলী অনিক। তাকে দলে ফেরানো হয়েছে। তার পরিবর্তে ডাক পেয়ে টেস্ট অভিষেক হয়েছিল উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। তিনি জায়গা ধরে রেখেছেন স্কোয়াডে। তীব্র জ্বরের কারণে ওই ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। সেরে উঠে তিনি আছেন দলে।

পূর্ণাঙ্গ সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১৫ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

ফিরেছেন: তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, জাকের আলী অনিক

চোটের কারণে নেই: মুশফিকুর রহিম

বাদ পড়েছেন: নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ।

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

1h ago